কমিক পেজের কাজের ধারাক্রম বানাবার প্রচেষ্টা-পুরো কাজটা করা হয়েছে
ম্যাঙ্গা স্টুডিও তে। আসন্ন ঢাকা কমিক্স ডাইজেস্টের জন্য একটা ভুতের গল্প
নিয়ে কাজ করছি আমি আর মেহেদি ভাই! করতে করতে শিখছি-শিখতে শিখতে করছি-কমিক
চলছেই এভাবে! শুরু থেকে শেষ পর্যন্ত একটা পেজ কিভাবে সহজে করা যায় সে
বিষয়েই আজকের ব্লগর ব্লগর!
০১। প্রথম কাজ থাম্বনেইল। এটা নিজের রাফ
আইডিয়া এর জন্য। আপনার থাম্বনেইল দেখে অন্য কারো কিছু বোঝার কথা না (মানে
আমার টা আমি নিজেই খালি বুঝি আর কি!)। থাম্বনেইলে কোথায় প্যানেল কাট,
কম্পোজিশন ইত্যাদি ইত্যাদি ঠিক ঠাক করে নেয়া দরকার।
০২।
এর পর থাম্বনেইল টাকে আর একটু সাজানো। খেয়াল করেন এই পর্যায়ে প্যানেল কাট
ফিক্স করা হল এবং ডায়লগ বাবল সহ কম্পোজিশন গুলা করা হচ্ছে। ডায়লগ বাবল এর
ব্যাপার টা ঠিক করে না নিলে পরে ম্যানেজ করা মুশকিল।
০৩।
পরের ধাপে পেন্সিলিং। পেন্সিলিং টা সব থেকে গুরুত্বপূর্ন কারন এই পর্যায়ে
আপনি যত সময় দিবেন ইংকিং টা তত দ্রুত হবে। আগে অনেক সময় ০২ ধাপের পর ইংকে
চলে যেতাম কিন্তু পেন্সিল ভালভাবে শেষ করে না নিলে ইংকিং এ প্রচুর অযথা সময়
নষ্ট হয়।
০৪। এবার কাজটা সহজ কাজ-ইংকিং। ইংকিং এর সময় আমি আউটলাইন মোটা ব্রাশে এবং ভিতরে ডিটেল চিকন ব্রাশে করি।
০৫। শেষ ধাপে ইফেক্টস, টোন, ব্রাশ টেক্সচার এগুলা। প্যানেল বর্ডার একটা মুছে দেয়া হয়েছে।
কালার পেজ না হলে কাজ এখানে মুটা মুটি শেষ। তবে এর পরে সাউন্ড ইফেক্ট, ডায়লগ বাবল বসান ইত্যাদি কাজ বাকি থেকে যায়।
যাই হোক-কমিকটা করে বেশ মজা পাচ্ছি-আশা করি ডাইজেস্টে সবার ভাল লাগবে! :D