বুধবার, ৯ জুলাই, ২০১৪

ফিগার ড্রয়িং: ০৪

পরীক্ষার ছুটিতে ফিগার ড্রয়িং, জেশচার, এনাটমি ইত্যাদি নিয়ে নতুন করে স্টাডি শুরু করলাম। ইউটিউবে Proko এর চ্যানেলের অসাধারন কিছু ভিডিও, Sycra এর টিউটো, কাজের কিছু ক্রিটিক পোস্ট আর সাথে ব্রিজম্যানের বই। দুর্দান্ত গতিতে এনাটমি, মাসল ইত্যাদি স্টাডি চালিয়ে বুঝলাম আসলে গোড়ায় গলদ। ফর্ম আর জেশচারেই মার খেয়ে যায় ড্রয়িং। অতঃপর মেহেদি ভাই এর শরনাপন্ন হলাম। উন্মাদ অফিসে বসে ইফতার খেতে খেতে মাসলে যাবার আগে যে সিম্পল ফর্মে জিনিসটা বুঝে নেয়া দরকার এই বিষয়টা আবার উপলব্ধি করলাম। ভাইয়া সাজেস্ট করলেন বিল পারসিং এর ব্লগে একটা ঢু মারতে-দেখে তো অবাক আমি! এত সিম্পলে এত সহজে? তাই নতুন ভাবে পেন্সিল ড্রয়িং এ ফর্ম এবং লাইনে বুঝার চেষ্টা করছি ফিগার ড্রয়িং।


বৃষ্টির দিন

নিউ মার্কেটের সামনে বৃষ্টিতে এক গার্ড কে দেখে আঁকা; ছবি রেফারেন্স নিয়ে।

স্টাডিঃ পোর্ট্রেট

হেড শেপ, ফিচার, ফর্ম ইত্যাদি ইত্যাদি নিয়ে বেশ কিছুদিন ঘাটা ঘাটি করলাম। কিছু পোর্ট্রেট স্টাডি, সেল শেডিং টেকনিক নিয়ে এক্সপেরিমেন্ট। ফর্মে এখনো সমস্যা আছে আর কালারে তো দিশেহারা অবস্থা। তাই স্টাডি অন গোয়িং!

ল্যাসো টুল গ্রাডিয়েন্ট আর হিউ স্যাচুরেশান-এক্সপেরিমেন্ট

প্রসেস

ফেভারিট-ল্যানিস্টার!

এক্সপ্রেশান স্টাডি-সেল শেডিং প্র্যাক্টিস

ক্যারিকেচারঃ ০৫

ক্যারিকেচার অনেক দিন ধরেই পছন্দের একটা কাজ। নানা সময় বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি অনুরোধে বেশ কিছু কাপল ক্যারিকেচার করা হয়েছিল। কাপল ক্যারিকেচার নিয়ে এবারের পোস্ট!





জিতু-স্ট্রিপ

প্রথম আলো এর শুক্রবারের সাপ্তাহিক গোল্লাছুটে জিতু নিয়ে করা স্ট্রিপ। স্ট্রিপ করতে যেয়ে বুঝলাম কমিকের থেকে স্ট্রিপের কাজ একটু আলাদা। ছোট জায়গাতে কাহিনী বলা একটা চ্যালেঞ্জ-গল্প ভাবতে গেলেই বার বার অনেক কিছু মাথায় এসে পড়ে। কেলভিন এন্ড হবস (যেটা কিনা আমার মতে সর্বকালের সেরা স্ট্রিপ!) পড়ে যাচ্ছি-কত সিম্পলে ম্যাজিক করে গেছেন বিল ওয়াটারসন একের পর এক!