সোমবার, ২৬ আগস্ট, ২০১৩

সাইকো

রবার্ট ব্লচ এর সাইকো বইটা পড়েছিলাম অনেক আগে। অসাধারন একটা থ্রিলার উপন্যাস, দারুন প্লট টুইস্ট আর ক্যারেক্টার ছিল গল্পে। কয়েকদিন আগে দেখলাম ১৯৬০ সালে এই কাহিনী নিয়ে বানানো ছবি 'সাইকো'- পরিচালনায় আর এক গ্রেট আলফ্রেড হিচকক। ছবি দেখে হাবি জাবি চিন্তার মধ্যে আঁকা ফ্যান আর্ট!




সোমবার, ১২ আগস্ট, ২০১৩

ফিগার ড্রয়িং: ০১

ইদানিং ফটো দেখে জেশচার, এনাটমি প্র্যাকটিস করার চেষ্টা চালাচ্ছি। কেমন আটকে যাচ্ছি মনে হচ্ছে, একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। আরো ভাল ভাবে জনিসগুলো বুঝতে চেষ্টা চালাচ্ছি।


ক্যারিকেচারঃ ০৩

ছোটবেলার বন্ধু বান্ধব এর বিয়ের পিড়িতে বসা শুরু হয়ে গেছে! সাদিক হোসেন অঞ্জন সেই তালিকায় প্রথম নাম লেখাল! কলেজে থাকতে একবার অঞ্জন-এর জন্য কেক কাটা হল-কেকে লেখা ছিল To the luckiest man alive-আবার সেই একই কথা বলতে ইচ্ছা করে এই দুই জনকে দেখে। (যদিও গত বার বলার কারন সম্পূর্ন ভিন্ন ছিল!) সুখে থাকুক অঞ্জন দূর প্রবাসে!
পেন্সিল


ফটোশপ রাফ

ফ্ল্যাট ব্লক

হালকা শেড-নাফিসার চোখে সমস্যা

বর্ডার লেখা ইত্যাদি দিয়ে শেষ করা

ছবি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না-আরো সময় নিয়ে করা যেত।

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩

দস্তাবেজ-০৩

নতুন পুরাতন আরো কিছু ছবি নিয়ে ব্লগে দস্তাবেজ পোস্ট। সামনে ঈদ আসছে, বাসায় এসে ছুটি কাটাচ্ছি। পুরাতন শহর, পুরাতন বন্ধু বান্ধব, পুরাতন গল্প গুলো সব! life is good! :)

হালের ট্রেন্ড, কালার প্যান্ট!

ট্রাডিশনাল পেন্সিল কালারে রঙ করার চেষ্টা অনেক দিন পর।

পানির নিচের জলকন্যা।

ঈদের ফ্যাশান ২০১৩! ড্রয়িং প্র্যাক্টিস চলছে! B-)