বুধবার, ২৪ জুলাই, ২০১৩

কমিক আপডেট

সম্প্রতি ওয়েবের জন্য নতুন একটা কমিক সিরিজ শুরু করলাম। 'নেভারিয়া'-ভিনগ্রহ নিয়ে সাই ফাই ধরনের কাহিনী। একই সাথে চলছে ঢাকা কমিক্সের জন্য জিতু এর কাজ। অচিরেই প্রকাশিতব্য ডাইজেস্টে জিতুর নতুন গল্প আসছে। দুই কমিক থেকেই পেজ প্রিভিউ আপলোড করে রাখলাম।






দস্তাবেজ-০২


ঢাকা পপ এক্সপো তে জমা দেবার জন্য করা একটা ফ্যান আর্ট-ডিসি কমিকের নারী চরিত্রগুলিকে নিয়ে। গতবার ঢাকা কমিকনে তিনজন কস্প্লেয়ার কে দেখেছিলাম হারলে কুইন, পয়সন আইভি আর ক্যাটওম্যান সেজে আসতে। তাদের থেকেই ইন্সপিরেশান নিয়ে এই ফ্যান আর্ট।
মারমেইড বানাবার চেষ্টা
আর সেই সাথে চলছে ফিগার ড্রয়িং প্র্যাকটিস! ;)



সোমবার, ১ জুলাই, ২০১৩

ক্যারিকেচারঃ ০২

হালের আলোচিত সমালোচিত একজন মডেলের ক্যারিকেচার করতে বসলাম। আবার নতুন করে পোর্ট্রেট ক্যারিকেচার স্টাডি চালাচ্ছি। যেহেতু আমাদের দেশি সেলিব্রেটিদের ক্যারিকেচার সেভাবে জনপ্রিয় না তাই চেহারা গুলো বুঝতে বেশ সময় লেগে যায়। মেহেদি ভাই এর এ ক্ষেত্রে একটা কাজের ফর্মুলা আছে-ক্যারিকেচারে যাবার আগে একটা পোর্ট্রেট এর মত এঁকে নেয়া। সেই অনু্যায়ী প্রথমে একটা ড্রয়িং করে নিলাম। এর পর ভাংচুর শুরু করে দেখলাম কেমন দেখায়। মুটা মুটি চেহারা টা আয়ত্বে আসার পর পেন্সিলে একটা রাফ ডিজাইন, স্ক্যান করে কারেকশন, ইংকিং এবং কালারিং করে শেষ করলাম ক্যারিকেচার। ফর্মে আঁকার চেষ্টা চালিয়ে যাচ্ছি, পোর্ট্রেট স্টাডি বেশ কাজে দিচ্ছে।



 
পোর্ট্রেট টাইপ স্টাডি

ক্যারিকেচার ডিজাইন

ফটোশপ কারেকশন


ইংকিং

ফাইনাল কালার।