সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

কালার স্টাডি প্রসেস

কালার নিয়ে স্টাডি করার জন্য এই ছবিটা কালার করা। কালার প্রসেস একটু আলাদা ভাবে চেষ্টা করলাম এখানে। ধাপে ধাপে লিখে রাখি-

০১। প্রথমে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড আলাদা লেয়ারে সলিড কন্ট্রাস্টিং কালার দিয়ে ফিল করলাম।

০২। ব্যাকগ্রাউন্ডে কমলা কালার দেই এবং ফোর গ্রাউন্ডে গাড় নীল।

০৩। কমলা এর ভেতর আস্তে আস্তে হলুদ এর দিকে যেতে থাকি আকাশের জন্য। শ্যাডো কালার বের করার জন্য হালকা অপাসিটি দিয়ে একটা কুল কালারের গ্রাডিয়েন্ট দেই। যেমন এক্ষেত্রে নীল রঙ এর গ্রাডিয়েন্ট কমলা এর সাথে মিশে একটা বেগুনি ধরনের কালার হয়-এই কালার টা বিল্ডিং এ শ্যাডো হিসাবে ব্যবহার করি।

০৪। নীলের ভেতরেও একই ভাবে শ্যাডো বা স্কিন কালার বের করার জন্য কমলা অথবা স্কিনের পিচ কালার নিয়ে গ্রাডিয়েন্ট দেই। যে কালার টা পাওয়া যায় সেটা পিক করে স্কিন অথবা অন্য কিছু কালার করি। নীলের ভেতর হালকা এবং ডিস্যাচুরেটেড কুল একটা কালার নিয়ে চেয়ার এবং টেবিল গুলি কালার করি। ফ্লোরে বেস কালারের থেকে আরো ডার্ক টোনে যাই।

০৫। শেষে আকাশে মেঘ পাখি ইত্যাদি ইত্যাদি

প্রসেস টা নিজে নিজে বুঝার চেষ্টা করছি-দেখা যাক এটা কেমন কাজে দেয়!

দস্তাবেজ-১৬

সি বিচ হ্যামক থিম নিয়ে নাড়া চাড়া-ওয়ার্ম কালার এক্সপ্লোর করছিলাম

ক্যারেক্টার ডিজাইন গ্রুপের চ্যালেঞ্জের জন্য আঁকা-হিপি থিম নিয়ে

নিজস্ব স্টাডি-ইন্ডিয়ান রানী ডিজাইনের মোটিফ স্টাডি করছি


সব ঝাড়ু দিয়ে জড়ো করা পোস্ট

ক্যারিকেচার-১৬




স্পাইস এফ এম এর আর জে টাজ!
পেজের ক্যারিকেচারের বেশ কিছু কাজ জমে আছে-ব্লগে দিয়ে দিলাম।

রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

রেফারেন্স থেকে আঁকা কিভাবে?

রেফারেন্স ব্যবহার করে আঁকা বিষয়টা একটু কনফিউজিং মনে হয় সব সময়। এক এক জন রেফারেন্সিং কথাটা এক এক ভাবে ব্যবহার করে। যেমনঃ

০১। রেফারেন্স নিয়ে আঁকা মানে অনেকের কাছে কোন আর্টিস্টের একটা ছবি দেখে হুবহু সেটা কপি করে আঁকা।

০২। রেফারেন্স স্টাডি মানে একটা ছবি এর জেশচার, টেক্সচার, কালার ইত্যাদি স্টাডি করা।

০৩। রেফারেন্স সহ আঁকা মানে ছবি দেখে দেখে আঁকা আর রেফারেন্স ছাড়া আঁকা মানে নিজের মন থেকে আঁকা।

০৪। রেফারেন্সিং মানে ছবি থেকে হুবহু ট্রেসিং করা।

এরকম অনেক গুলো ব্যাখ্যা শুনি রেফারেন্সিং এর। আমার নিজের আঁকার ক্ষেত্রে উপরের কম বেশি সব গুলোই ব্যবহার করি। অনেক সময় কমিক ব্যাকগ্রাউন্ড আঁকার সময় দেখা যাচ্ছে অনেক এলিমেন্ট মোটামুটি ট্রেস করে এঁকে ফেলি। আবার অনেক সময় স্টাডি করার জন্য বা পোজ বুঝার জন্য রেফারেন্স ছবি নামিয়ে সেটা দেখে জেশচার কপি করি। কোন কোন ছবি থেকে কালার পিক করে কালার প্যালেট রেফারেন্স বানাই। আবার অনেক সময় জামার প্যাটার্ন, ডিজাইনের টেক্সচার এগুলো রেফারেন্স দেখে বানিয়ে নেই।

রেফারেন্স নিয়ে আঁকা শুনলেই অনেকে ভাবে এটা ট্রেসিং বা কপি করে আঁকা। আমার মনে হয় রেফারেন্স থেকে আইডিয়া নিয়ে একটা ছবি কপি করে আঁকার পর যদি সেটা থেকে মুল বিষয়গুলো বুঝে নেয়া যায় তাহলে পরবর্তীতে অন্য কাজে সেগুলি বেশ কাজে দেয়। রেফারেন্স নিয়ে আঁকা আমার কিছু কাজ শেয়ার করি এখানে।
রেফারেন্স দেখে জেশচার, ড্রেস প্যাটার্ন স্টাডি।
রেফারেন্স থেকে লকনেস মনস্টার, লাইটিং, প্যাটার্ন স্টাডি

ফটো রেফারেন্স থেকে ড্রেস প্যাটার্ন, ব্যাগ এর ডিজাইন স্টাডি
জেশচার এবং পোজ স্টাডি

আমার মনে হয় রেফারেন্স দেখে যেটা আঁকা সেটাকে স্টাডি হিসেবে নিয়ে পরবর্তীতে নিজের কাজে সেটা ব্যবহার করতে পারলে এই প্র্যাকটিসটা অনেক কাজে দেয়। তা ছাড়া ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, প্যাটার্ন, ড্রেসাপ ইত্যাদি নানান জিনিসে রেফারেন্স ছাড়া আঁকাটাও কঠিন হয়ে যায়। এগুলির রেফারেন্স থেকে প্র্যাকটিস করলে তারপর আঁকার মধ্যে অনেক নতুন জিনিস এমনিতেই চলে আসে।