মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

রিদম

ড্রয়িং এ রিদম দরকার-এই কথাটা অনেকবার শুনেছি। মেহেদি ভাই অনেক বার ই বলতেন ড্রয়িং এ রিদম নেই-কিভাবে যে রিদম আনা যায় সেটা মাথায় ঢুকতো না। নানা সময়ে বিভিন্ন টিউটো ব্লগ পোস্ট ইত্যাদি দেখে টেখে রিদম সম্পর্কে হালকা আইডিয়া হয়েছে। আমি যেভাবে জিনিসটা দেখি সেটা যে সঠিক কিনা সেটাও জানি না। নিজের আইডিয়া টা ঝালাই করতে এবং অন্যরা কিভাবে দেখেন ব্যাপার টা সেগুলো বোঝার জন্য এই ব্লগ লিখতে বসা।

রিদম বুঝার জন্য একটা রেফারেন্স ছবি নিলাম। রিদম লাইন বলতে কি বুঝায় সেটা এখানে একটু বলে রাখি। রিদম লাইন আমার কাছে মনে হয় একটা ছবিতে আমরা যে লাইনগুলো কল্পনা করে নেই বা যে যে জায়গা গুলো দেখতে একটা "S" অথবা "C" এর মত। রিদম গুলো খুজে বের করতে প্রথম প্রথম কষ্ট হয় কারন রেফারেন্স ছবিতে অনেক সময়ই এই রিদম গুলো ভেঙ্গে যায় নানা রকম এলিমেন্ট দিয়ে-যেমন কাপড়ের ভাজ, হাতের রোটেশান, ছোট খাট ব্রোকেন জেশচার ইত্যাদির কারনে। ছবিতে রিদম খোজার জন্য এজন্য কোথায় কোথায় রিদম ভেঙ্গে গেছে সেটা বোঝাও খুব দরকার।

এবার রেফারেন্স ফটো এর রিদম গুলো বুঝার চেষ্টা করি। প্রথম ধাপে ছোট ছোট রিদম গুলো না দেখে বড়ো রিদম গুল দেখতে হবে।




ছবিটাকে জুম আউট করে নিয়ে এটা দেখার চেষ্টা করলে ভাল। এখানে বাম পাশে খেয়াল করলে দেখব একদম কাঁধ থেকে হাটু পর্যন্ত একটা রিদম লাইন, আবার ডানপাশেও এমন একটা লাইন দেখা যায়। বাম পাশের হাতের কাঁধ থেকে রিদম লাইন শুরু করে একটা এস কার্ভ দিয়ে একদম বুড়ো আঙ্গুলের মাথা পর্যন্ত। আবার ডান পাশের হাতে কাঁধ থেকে বুড়ো আঙ্গুলের মাথা পর্যন্ত একটা রিদম দেখা যায়। দুই কাঁধের সংযোগ একটা সি কার্ভ। আবার দুই হাতের প্রান্ত দুটোকে দূর থেকে দেখলে একটা সি কার্ভের উপর বসানো দেখা যায়।




এবার লাইন গুলোকে একটু ব্যাখ্যা করি। বাম পাশে বড় যে রিদম লাইনটা সেটা আপাত দৃষ্টিতে বোঝা যায় না কারন টি শার্টের একটা ভাজ লাইন টাকে ব্রেক করে দিচ্ছে। তবে ঐ ভাজ টা ইগ্নোর করে গেলে রিদম লাইনটা স্পষ্ট। দুই পাশের হাতেই উপরের দিকে টি শার্টের হাতা রিদম ব্রেক করে দিচ্ছে যেটাকে ইগনোর করেই হাতের রিদম টা প্রথমে ধরতে হবে। আবার ডান পাশের হাতটা যদি খেয়াল করি, সেখানে কবজি থেকে হাত উল্টোদিকে একটা বাঁক নিয়েছে। এটাকে ইগ্নোর করে দেখলে বুড়ো আঙ্গুলের সাথে হাতের একটা সংযোগ লাইন কল্পনা করে নেয়া যায়। আবার অনেক রিদম লাইন চিন্তা করে নিতে হবে যেখানে হয়ত কোন লাইন ই নেই-যেমন দুই হাতের প্রান্তের রিদম। রিদম লাইনের প্রথম ধাপে আমি এভাবে অনেক ছোট ছোট রিদম ইগনোর করে যত বড়ো লাইনে ভাবা যায় সেটা চিন্তা করি।



এরপর আস্তে আস্তে ছোট রিদমে যেতে যাই-আগের বড় রিদম গুলোর সাথে এবার ছোট রিদম গুলো যোগ করা যায়। যেমন দ্বিতীয় ধাপে আমি পান্টের ওয়েইস্ট লাইন, কলার বোনে লাইনের জেশচার গুলো যোগ করলাম। একই সাথে হাতের বড় রিদম ভেঙ্গে উপর ও নিচের অংশের রিদম গুলো আঁকলাম।



পরের ধাপে আরো ডিটেলে হাতের কব্জির সাথে ইনভিজিবল পায়ের ভাজ শুরুর রিদম, ওয়েইস্ট লাইনের সাথে ফোর আর্মের বাঁকের রিদম, দুই হাতের মাঝখানের ভাঁজের সাথে টি শার্টের ভাজের ইনভিজিবল রিদম লাইন ইত্যাদি ইত্যাদি অসংখ্য রিদম লাইন খুজে বের করা যায়। এই ধাপে হাতের ড্রয়িং এর জন্য ও আলাদা ভাবে রিদম লাইন একে নেয়া যায়।

এরপর মূল ড্রয়িং এ যাওয়া। সব  সময় এত রিদম লাইন এঁকে নিয়ে হয়ত ড্রয়িং করা হয় না কিন্তু দেখা যায় সাবকনশাসে সব সময়ই কোন ছবি দেখলে ইনভিজিবল এই রিদম গুলো মাথায় আসতে থাকে। তখন আকা অনেক সহজ হয়। অনেক বেশি রিদম লাইন আনতে থাকলে তখন ড্রয়িং স্টিফ ও হয়ে যেতে পারে। এজন্য শুরুতে সব থেকে বড় রিদম গুলি দেখে আস্তে আসে যত টুকু দরকার ততদুর পর্যন্ত রিদম গুলো ভেঙ্গে নিলে ড্রয়িং আমার মনে হয় বেটার হবে।



খুব কঠিন ভাষায়, মাথার উপর দিয়ে যাওয়া বক বক। মনে হয় না কারো কাজে লাগবে।