বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

টিউটো পোস্ট-পার্স্পেকটিভ

আকান্তিস গ্রুপে দেয়া সিধুর একটা পোস্ট দেখে ফিগারে পার্সপেকটিভ নিয়ে একটা লেখার আইডিয়া মাথায় আসল। টিউটোরিয়াল লিখতে আসলে ভয় লাগে কারন দেখা যায় নিজেই নিত্য নানান জিনিস পত্র শিখছি, পুরনো শেখাটা ভাংছি, আবার নিজের আঁকা নিজেই বদলে ফেলছি। ফলে কাউকে কিছু শেখাতে গেলে নিজের দুর্বলতা গুলার কথা বেশি মাথায় আসে-কি বলব বুঝে উঠতে পারি না। তবে এই পোস্টের ছবিটায় কিছু কমন মিসটেক দেখলাম (যেগুলো আমি ও করি) যা একটু এড়তে পারলে ড্রয়িং এ কুইক ইম্প্রুভ করা সম্ভব। সেটার জন্যই লেখা।


ছবিটায় একটা ফিগার দাড়ান। ক্যামেরাটা হালকা উপর থেকে ধরা। এরকম অ্যাংগেলে আমরা একটা ফ্রিজের কার্টুন চিন্তা করি।
এই ছবির মত দেখাবে কিছুটা। 

এখানে দাগ দিয়ে যেই দুটো ডিসট্যান্স দেখান হচ্ছে তারা কিন্তু সমান। এখানে দেখতে সমান না মনে হলেও আমরা বুঝতে পারি এই দুই লাইন সমান দুরত্ব বুঝাবে। তার কারন একটা প্লেন আর একটার থেকে দূরে অবস্থিত এবং আমাদের চোখে এই পার্স্পেক্টিভ এর জন্য যে ডিসটর্শন হয় সেটা ধরা পড়ে একটাকে আর একটার থেকে ছোট দেখাচ্ছে।

এবার এই ফ্রিজ কার্টুনের গায়ে কিছু প্যারালেল দাগ টানি।

একদম পার্স্পেক্টিভে না মিললেও চোখের আন্দাজে দেয়া দাগ। এই দাগ গুলি একটা আরেকটার সমান্তরাল। সামনা সামনি দেখলে এদের হুবহু সমান্তরাল দেখাবে কিন্তু পার্স্পেকটিভে গেলেই দেখা যাবে ডিসটরশন চলে আসছে।



৩ পয়েন্ট পার্স্পেকটিভ এ বাক্সটা দেখাবে এমন। পার্সপেকটিভ গ্রিডের কারনেই এই ডিসটরশন গুলো তৈরী হচ্ছে।

এই পর্যন্ত যদি বুঝা যায় তাহলে পরের অংশটা সহজে ধরতে পারা যাবে। এই ফ্রিজ কার্টুনের ভেতর এবার যদি মনে করি একটা লোক আছে এবং সে যদি দুই পাশ থেকে তার হাত গুলো বের করে তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে?

পার্সপেক্টিভ গ্রিড ফলো করে আঁকালে দুই হাত কিন্তু আমরা আগে বক্সটার গায়ে যে দাগগুলি আকলাম সেই গুলির একটা লাইনকে ফলো করবে।

এরপর পা বের করে দেখি লোকটার।


পা বের হয়ে গ্রাউন্ড কে টাচ করবে আমরা গ্রিডে যেই সারফেস একে রাখলাম সেই সারফেস বরাবর। পা এর ডিরেকশান টা খুব গুরুত্বপূর্ন কারন এটাই নিচের পার্স্পেকটিভে থাকা গ্রিড টার সাজেশন বুঝতে সাহায্য করবে।

এইসব বুঝার পর এবার আমরা আমাদের প্রথম ছবিটায় আবার ফিরে যাই।

যদি আগের প্রিন্সিপাল ফলো করে আমরা ছবিটার দিকে তাকাই তাহলে দেখব হাতের পজিশন টা কোথায় হওয়া উচিত রিয়ালিস্টিকালি। একই সাথে গ্রাউন্ডের পার্স্পেকটিভটাও বুঝা যেতে হবে পায়ের ডিরেকশান দিয়ে।

প্রথম দিকে আমার ধারনা ছিল পার্সপেকটিভ দরকার হয় শুধু ল্যান্ডস্কেপ অথবা এনভায়রনমেন্ট আকতে। পরে একটা গ্রিডের মধ্যে ফিগার ড্রয়িং দেখে মাথায় আসে যে আসলে ফিগার ও তো সব সময় পার্সপেকটিভের মধ্যেই আমরা দেখি এবং ফিগারের স্কেল ল্যান্ডস্কেপের মত বিশাল না হলেও ছোট স্কেলে ফিগারে কিছু পার্সপেকটিভ চেঞ্জ দেখা যায় যেটা না আনলে ছবিতে থ্রিডি ব্যাপার টা পুরোপুরি আসে না। এজন্য সব সময় একুরেট গ্রিড টেনে না হলেও চোখের আন্দাজে কিছু পার্সপেকটিভ দিতে চেষ্টা করি ড্রয়িং এ।

ফিগারে কিভাবে পার্সপেক্টিভ বুঝা যায় এই ছবিটার উদাহরন দিয়ে কিছুটা বুঝতে চেষ্টা করি। আমরা সহজ করার জন্য ফিগারের উপর ইমাজিনারি কিছু লাইন নিতে পারি পার্সপেক্টিভে ছবিটাকে বসাতে। এগুলোকে ল্যান্ডমার্ক বলে।

১। দুই কাঁধের জয়েন্ট লাইন
২। দুই কনুই এর জয়েন্ট
৩। দুই হাতের ডিরেকশান
৪। কোমরের পেলভিস এর উপরে যে শক্ত হাড় থাকে সেটার জয়েন্ট লাইন
৫। দুই হাটু এর জয়েন্ট লাইন
৬। দুই গোড়ালির উপরের হাড়ের জয়েন্ট লাইন
৭। পা এর ডিরেকশান

তবে এগুলি ছাড়া যে ফিগারে আর ল্যান্ডমার্ক নেই সেটা কিন্তু না-আকতে গেলে ফিগারের উপর যেকোন লাইন ছবিতে পার্সপেক্টিভ বুঝাতে সাহায্য করবে। যেমন এখানে ওয়ান্ডার ওম্যানের হাতের যে আর্ম ব্যান্ড-দুই হাতে সেটা জয়েন্ট করলে একটা ডিরেকশান লাইন হতে পারে। কোমরের যে বেল্টটা-সেটা একটা সহজে পার্সপেকটিভ এবং ফিগারের ডিরেকশান বুঝাবার লাইন হতে পারে।জামার প্যাটার্ন, টেক্সচার ইত্যাদির অসংখ্য ইনভিজিবল জয়েন্ট গুলা আসলে আমাদের ব্রেনকে ইলুশন তৈরী করে যে এটা একটা থ্রিডি জিনিস।





এবার এই ছবিটায় খেয়াল করি-মাঝের ছবিতে আমি লাল দাগ দিয়ে জয়েন্ট গুলি দেখিয়েছি। আর একদম ডানের ছবিতে প্রথম ছবিটায় জয়েন্ট গুলি কিভাবে আছে সেটা দেখালাম। মুল ছবিটায় থ্রিডি ইলুশন না আসছিল না মূলতঃ হাত দুটো একদম এক লাইনে থাকার জন্য। এটা হতে পারে যদি ওয়ান্ডার ওম্যানের ডান হাত যদি বাম হাতের থেকে লম্বা হত তাহল। পার্স্পেকটিভ গ্রিড টা হালকা আইডিয়া করে নিলে এই জয়েন্ট গুলি কে পার্স্পেকটিভে ফেলতে সুবিধা হয় অনেক।

আর একটা বিষয় যেটা আমার মনে হয় যে এই গ্রামার মেনে আঁকা বা গ্রিড চিন্তা করে আকার সাথে রিয়ালিজম, স্টাইলাইজড ড্রয়িং ইত্যাদির কোন কনফ্লিক্ট নেই। আঁকার স্টাইল যেমন ই হোক ত্রিডি ভাবটা আনতে চাইলে এভাবে চিন্তা করা ভাল। তবে সব ফিগার আকার সময়ই একেবারে স্কেল নিয়ে বসে পার্সপেকটিভ গ্রিডে আকতে বসে যাবার দরকার নেই-গ্রিডটা হালকা করে চোখের আন্দাজে যেটা ভাল লাগে সেভাবে আকলেই হবে। খুব একুরেট করতে গেলে আবার ড্রয়িং এর মজাটাই চলে যায়।

অনেক কিছু লিখে ফেললাম যার অনেক কিছুই হয়ত পরিষ্কার করে বুঝাতে পারি নাই। শেষে এই ড্রয়িং টার উপর একটা রি ড্র! আর সিধুকে ধন্যবাদ ওর ছবিটা টিউটোতে ব্যবহার করতে পারমিশান দেবার জন্য!