শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

রূপকথা কমিক

কমিক দূঃখী রাজকন্যার গল্প নিয়ে আগে এক দিন কথা বলেছিলাম। অনেক আলসেমি গড়িমসি করে সেই কমিক শেষ করলাম-বেশ কয়েকজনকে দিয়ে পড়িয়ে রিভিউ ও করালাম। এর মধ্যে আকান্তিসে কমিকের এক পেজ দেখে সিমু ভাই বললেন এটা কিশোর আলো তে দেয়া যায় নাকি। পাঠিয়ে রাখলাম কমিক তারপরে অবশেষে সেপ্টেম্বর ২০১৫ কিশোর আলো তে প্রকাশিত হয়ে গেল ৩২ পেজের পুরো গল্প। স্ন্যাপশট ব্লগে দিয়ে রাখলাম। সামনে এমন আরো কিছু করার ইচ্ছে আছে। আবার বুঝতেছি কমিকে গল্পটাই আসল।


রেফারেন্স লাইটিং

ছবি থেকে কালার পিক করে করে কালার স্টাডি চালাচ্ছি অনেক দিন। আই বি এ তে তোলা একটা ছবির রেফারেন্স নিয়ে আঁকানো।


মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

ব্যায়াম


খুলনায় কলেজে থাকতে এক জিমে ব্যায়াম করতাম। এখনো মনে আছে কম্পিউটার কোচিং শেষ করে রিকশা নিয়ে শিববাড়ি মোড়, হোটেল মিলেনিয়ামের নিচতলার ছোট্ট এক রুমের জিমটা। সেই জিমে না ছিল ইন্সট্রাকটর, না ছিল অনেক ইন্সট্রুমেন্ট। দুই এক জন বড়ভাই দেখিয়ে টেখিয়ে দিতেন, হাবি জাবি ডন বৈঠক মারলাম মাস চারেক তারপর বন্ধ হয়ে গেল। ঢাকায় এসে প্রথম প্রথম থাকতাম মোহাম্মদপুর। আবার ব্যায়ামের ভুত মাথা চাড়া দিল, ভর্তি হয়ে গেলাম জিমে। এবারের জিম বড়সড়, এবারের জিমে স্পা আছে, এবারের জিমে আছে ইন্সট্রাকটর। তবে সমস্যা হয়ে গেল ধানমন্ডি জিগাতলার এই জিমের সাথে লাগোয়া ইয়াম ইয়াম নামে একটা ফাস্টফুডের দোকান ও ছিল। জিম করে নেমে বার্গার আর কোক খেতে খেতে দেখলাম জিমটা করে তেমন সুবিধা হচ্ছে না। দিলাম ছেড়ে। আজিমপুরে এসে ওঠার পর বুয়েটের জিমে চলল মাস দুয়েক ব্যায়াম। কিন্তু আলসেমি ইত্যাদি ইত্যাদি করে আর হয়ে উঠল না।

বাসার পাশের গলিতেই ক'দিন আগে এক জিমের খোজ পেলাম। পুরনো জিম প্রীতি মাথা চাড়া দিয়ে উঠল-নতুন উদ্যমে শুরু করে দিলাম। দেখা যাক এবার ক দিন যায়!

আকান্তিস-হিরো

আঁকান্তিসে Heroweek চলতেছে-সবাইকে নিজের ছেলেবেলার হিরো কে আঁকতে হবে। ছোটবেলার হিরোদের কথা যখন ভাবতে বসলাম একসাথে অনেক গুলো নাম মাথায় চলে আসল। একবার রবিন হুডের সাথে ঘুরে আসছি শেরউডে, তো কিছু ক্ষন পরেই আবার সিনবাদের সাথে যাদুকর ডিমডিমের দ্বীপে, এর মধ্যেই ফেলুদা ডাক দিচ্ছে গ্যাংটকে গন্ডগোল সামলাতে। একবার ভাবছি আলিফলায়লার খারাপ আত্মা ডাইনি এর মোকাবেলা কিভাবে করব, পরক্ষনেই আর্থ ফাইনাল কনফ্লিক্টে জড়িয়ে পড়ছি এলিয়েন দের সাথে। প্রফেসর শংকু এর সাথে তিব্বতে যাব নাকি টিনটিনের সাথে নামব হাঙ্গর হ্রদের রহস্য ভেদ করতে, চাচা চৌধুরী এর মগজ বেশি শক্তি ধরে নাকি হারকিউলিসের বাইসেপ, সিম্বা দা লায়ন নাকি টারজান আর জর্জ অব দা জঙ্গল-ধুত্তুরি সব ছেড়ে ছুড়ে ডেনিস দা মিনেস এর সাথেই বাঁদরামি করেই তো সময় কাটিয়ে দেয়া যায়!

অসংখ্য ক্যারেক্টার, হাজার হাজার গল্প, কোনটা ছেড়ে কোনটার কথা বলব? যাই হোক-ছোটবেলার কথা ভাবলেই মনের মধ্যে এক পশলা আনন্দ ঝিক মিক করে উঠে। শুরু করলাম আঁকা সিন্দাবাদ দিয়ে-সপ্তাহ জুড়ে চলবে স্মৃতিচারন!


ক্যারিকেচার-১১




পেজের খ্যাপ ক্যারিকেচার চলছে-কাজটা মজা নিয়ে করাতে কাজ মনে হয় না। শিখছি ও অনেক কিছু!