বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

ক্যারিকেচার-১৩




ক্যারিকেচার চলছে চলবে। :) একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক ফ্লো করার চেষ্টা চালাচ্ছি-দেখা যাক কতদুর পারি।



ঢাকার মানুষ-০১



ঘুরতে ঘুরতে চোখে পড়া ক্যারেক্টার দের স্কেচবুক থেকে একটু ডিজিটাল দুনিয়াতে কমপ্লিট করে আনার সিরিজ করছি একটা। দেখা যাক কতদুর যায়।

বড় আমি-ছোট আমি-০১







কয়েকদিন আগে গেম খেলার ভুত চাপল মাথায়-পি এস ৪ কিনে ফেললাম। কিনে সেট আপ করে গেম টেম জোগাড় করে মাথায় আসল যখন কলেজে পড়তাম একটা কনসোল ছিল পুরো স্বপ্ন টাইপের ব্যাপার। কতদিন টেন স্পোর্টস এ গেম নামে একটা শো দেখতাম কনসোলের গেমপ্লে দেখার জন্য। ইন্টারনেট ইউটিউব নেই-ভরসা ঐ এক টিভি শো-সোমবার দুপুর ১১ টায়। দেখতাম আর কত কি যে ভাবতাম। সেই কথা বার্তা ভাবতে ভাবতে মাথায় আসল এখন কনসোল কিনলাম, রুমে টিভি লাগালাম, গেম জোগাড় করলাম-কিন্তু সেই গেম খেলার স্পিরিট তো আর নেই। চাকরি, কাজকাম ইত্যাদি ইত্যাদি করে কত খানি সময় পাই গেম খেলার? ঠান্ডা মাথায় করার জন্য অনেক কিছুতেই সময় নেই আসলে এখন। একসাথে দেখা যাচ্ছে সব সময়ই দুই তিনটা কাজ করছি-এই গেম খেলতে খেলতে ফেসবুক, সিরিয়াল দেখতে দেখতে ড্রয়িং, খেতে খেতে বই পড়া-দিন দিন ছকে বাঁধা হয়ে যাচ্ছে সব। আগডুম বাগডুম অনেক্ কিছু ভাবতে ভাবতে দেখলাম টিন এজ বয়সের আমি আর এখনকার আমি-দুই জনের জীবনে ব্যাপক ফারাক। এই ফ্যান্টাসি নিয়েই এঁকে ফেললাম একটা এক বক্স কথোপকথন আজকের আমি আর সেই কিশোর আমির মধ্যে। একটা করার পরে মাথায় আসল সেই ছেলেবেলার আমার সাথে আজকের আমার দেখা হলে তাদের কথা বার্তা কেমন হত? এই চিন্তা থেকে শুরু করলাম একটা সিরিজ-কথোপকথন-আমি আর আমার টিনএজ বয়সের মধ্যে। প্রথম পোস্ট গুলি ব্লগে দিয়ে রাখি।

কমিক


বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর আত্মত্যাগের কাহিনী নিয়ে জাহানারা ইমামের লেখা-সেখান থেকে কমিক করলাম কিশোর আলোর পাতায়। এবার পুরো কমিকের কাজটা বেশ গুছিয়ে নামাতে পেরেছি-কালারের কাজ পুরোটাই করেছে মিশু। কিছু পেজ ব্লগে দিয়ে রাখলাম।