শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮

নিজের কমিক-০৩

কমিকের থাম্বনেইল নিয়ে কাজ করে যাচ্ছি-থাম্বনেইল স্টেজেই যতখানি পারা যায় কাজ ফাইনাল টার মত করে ফেলা সুবিধা আমার জন্য। এতে পরে ইংকিং বা টোনিং সেখানে অনেক কুইক শেষ করা যায়।


১২০ পেজের কমিকের ৬০ পেজ থাম্বনেইল শেষ হল। যত কাজটা নিয়ে আগাচ্ছি তত কনফিউশন ক্লান্তি তৈরী হচ্ছে ভেতরে ভেতরে। শেষ মেষ জিনিসটা কতখানি ভাল হবে কে বলতে পারে। নিজের কাছেও এখন মনে হচ্ছে আরো ভাবার সুযোগ ছিল, আরো ভাল করার হয়ত সুযোগ ছিল। তবে এগুলো মাথায় না নিয়ে কাজটা পুরো নামিয়ে ফেলতে হবে। এটাই এই প্রজেক্টের শিক্ষা হতে পারে।

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

নিজের কমিক-০২






আমার রূপকথার কমিক নিয়ে আরো কিছু আপডেট! কনসেপ্ট আর্ট-ক্যারেক্টার-এনভায়রনমেন্ট ডিজাইন আর থাম্বনেইলস।

শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

নিজের কমিক

ডিজনি মুভি ছোটবেলা বড়বেলা সব সময়েই আমার অনেক পছন্দের। মুলান, আনাস্টেশিয়া, লায়ন কিং, টারজান এগুলো দেখে বড় হতে হতে অনেক সময়ই মনে হয়েছে আমাদের এমন কিছু যদি থাকত। সেরকম ভাবতে ভাবতেই নিজের মত করে একটা গল্প দাড় করেছিলাম বেশ আগে।  টুকটাক করে স্ক্রিপ্ট ও ভাবা ছিল। পুরো জিনিসটা নিয়ে একটা গ্রাফিক নভেল করার ইচ্ছা কিন্তু নানা অজুহাতে সময় করে উঠতে পারছিলাম না।

নিজের প্রজেক্ট করার সময় অনেক রকম চিন্তা মাথায় আসে। সময়, অর্থ, আদৌ প্রকাশিত হবে কিনা, কোন স্টাইলে করব, আর একটু শিখে নেই-তারপর ভাল ভাবে করা যাবে ইত্যাদি ইত্যাদি। এসব ভাবতে ভাবতে আর কাজটায় হাত ই দেয়া হয় না। পরে এসে রিয়ালাইজেশন হয় এত শত না ভেবে কাজটা শেষ করে ফেললে কাজের ইম্প্রুভমেন্ট হত আর পরের আর একটা কাজ আরো ভাল ভাবে শুরু করা যেতে।

 এবার স্ক্রিপ্ট একদম ফাইনাল করে কাজটা ঠিক ঠাক ভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কত দূর আগাতে পারি। একদম ইনিশিয়াল কিছু পেজের থাম্বনেইল আপলোড করে রাখি ব্লগে।


নারী দিবস কমিক

মাইটি পাঞ্চ স্টুডিও এর ক্যারেক্টার মিস শাবাশ নিয়ে করা প্রথম কমিক নারী দিবস উপলক্ষে। নতুন কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি কমিক। ব্যাকগ্রাউন্ড ডিজাইনে পারসপেকটিভ ডিসটর্ট করে কিছু কাজ রেটরো কমিকে দেখে সেটা অ্যাডপ্ট করার চেষ্টা। কিছু পেজ ডিজাইন ব্লগে দিয়ে রাখছি।





ক্যারিকেচার-২২




ফেসবুকে বাংলাক্যাচার নামে নতুন একটা দারুন গ্রুপ হয়েছে। প্রতি সপ্তাহে একজন সাবজেক্ট নিয়ে ক্যারিকেচারের প্র্যাকটিস। সাপ্তাহিক চ্যালেঞ্জ শেষে ভোটিং করে বিজয়ী নির্বাচন। কাজটা রেগুলারলি হলে দারুন একটা আর্কাইভ হবে বাঙালি সেলিব্রেটি ক্যারিকেচারের। রিসেন্টলি নতুন পেইন্টিং স্টাইলে ক্যারিকেচারের প্র্যাকটিস করছি। সেটা ঝালাই হয়ে যাচ্ছে উইকলি চ্যালেঞ্জের প্র্যাকটিসে।

কিছু আপডেট ব্লগে দিয়ে রাখি।