শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

অনলাইন ক্লাশ-৬

অনলাইন ক্লাশ সিরিজের ষষ্ঠ পর্বঃ

৬ষ্ঠ সপ্তাহঃ

এই সপ্তাহে টপিক ছিল লাইটিং। কোন সিন কিভাবে লাইট করতে হয় তার উপরে কিছু জেনারেল টিপস। কী পয়েন্টস এখানে লিখে রাখি।

০১। কোন সিনে কী ধরনের লাইটিং ব্যবহার করব তার অনেক অংশেই নির্ভর করবে সিনে কি দেখাতে চাই তার উপরে। কোথায় ফোকাস করতে চাই তার উপর বেস করে লাইটিং সিনারিও চেঞ্জ করতেও হবে।

০২। একই সিন বেশ কিছু সেটিং এ লাইট করার প্র্যাকটিস খুব কাজে দেয়। একেবারে ড্রাস্টিকালি মুড চেঞ্জ করা সম্ভব লাইটিং চেঞ্জ করে।

০৩। হার্ড লাইট আর সফট লাইট ইন্ডিকেট করা যায় শ্যাডো এজ দিয়ে। শ্যাডো এজ সফটার মানে লাইট ডিফিউসড-আর হার্ড হলে লাইট হার্ড। ওভারকাস্ট লাইট আর কড়া সুর্যের আলো বুঝাতে এই পার্থক্য করাটা কাজে দিবে।

০৪। ডিফিউজড লাইটে সাধারনত কোন কড়া শ্যাডো পড়ে না। খালি ফর্মের পার্থক্য বুঝাতে অক্লুশান শ্যাডো টাই দেখা যায়।

০৫। দিনের কোন সময়ের লাইট বা বছরে কোন ঋতু এর সময়ের ছবি তার উপরে লাইটিং ভ্যারি করে।

০৬। কিছু ইন্টারেস্টিং লাইটিং স্কিমঃ

- ফোরগ্রাউন্ডে হার্ড লাইট-ব্যাক গ্রাউন্ডে ডিফিউজড লাইট।
- এরিয়াল লাইট ব্যবহার করা-যেমন নাইট সিনে ছোট ছোট হারিকেন আলো-বাসার সামনে চাইনিজ ল্যাম্পের আলো-এগুলো সফট এজ তৈরী করে লাইটের।
-সিনে একদম ডাইনামিক ভাবে লাইট প্যাচ যোগ করা। ভোর বেলায় পাতার ফাক দিয়ে বা গুহা মুখের সামনে এ ধরনের লাইট রে দেখা যায়। আমাদের খাগড়াছড়িতে আলুটিলা গুহা দেখে বের হলে এমন একটা লাইট আসে।
-ফোরগ্রাউন্ডে ডার্ক আর ব্যাকগ্রাউন্ডে কোথাও থেকে আলো আসছে-লাইট এট দা এন্ড অফ টানেল এমন সিনারিও।
- বিকাল বা সন্ধ্যার আলো-এই আলোতে একটা হলুদ ব্যাপার থাকে-একই সাথে এংগেলে পড়ার কারনে ডাইনামিক শ্যাডো পাওয়া যায়।



এ সপ্তাহের এসাইনমেন্ট ছিল তিনটা সিন নিয়ে প্রতিটা তিনভাবে লাইটিং করা।