মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

অনলাইন ক্লাশ-৭,৮

অনলাইন ক্লাশ সিরিজের সপ্তম এবং অষ্টম পর্বঃ

নানান কাজের চাপে অনলাইন ক্লাস সিরিজের ৬ আর ৭ নম্বর পর্বের কাজ গুলো ব্লগে দেয়া হয়নি। একসাথে দুইটাই এবার লিখে রাখছি।

৭ম সপ্তাহঃ

এই সপ্তাহে টপিক ছিল টেক্সচার। কী নোটস গুলো লিখে রাখি এখানে।

০১। টেক্সচার হিসাবে বড় সাইজের ব্রাশ স্ট্রোক বা প্যাটার্ন ব্যবহার করা। টেক্সচার দিয়ে তারপরে রেগুলার পেইন্টিং ব্রাশ দিয়ে সেটাকে ফর্মের সাথে মিলাতে হয়।

০২। টেক্সচার হিসাবে ফটো বা অন্যান্য রেফারেন্স ব্যবহার করলে সেটার লেয়ার মুড সেটিং আর অপাসিটি সেটিং নিয়ে কাজ করে টেক্সচারটাকে ছবির সাথে মিলাতে হবে।

০৩। টেক্সচার ব্যবহারের সময় ছবির ডেপথ আর ফর্মের ডেপথ মাথায় রাখতে হবে। ফোর গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একই টেস্কচার ব্যবহার করলে ডেপথ হারিয়ে যায়।

০৪। পার্স্পেক্টিভ গ্রিড ব্যবহার করে গ্রাউন্ডে টেক্সচার ডিসটর্ট করে পার্সপেক্টিভের সাথে মিলিয়ে বসান যায়।

০৫। ব্যাকগ্রাউন্ড ডিজাইনে লেয়ারিং খুব ইম্পর্টেন্ট। কোন রেফারেন্স দেখে আকলেও সেখানে এলিমেন্টের লেয়ারিং বুঝে নিজের মত ইন্টারপ্রেট করে আকান উচিত। 

এসাইনমেন্টঃ



৮ম সপ্তাহঃ

এই সপ্তাহে মুলত লেকচার টপিক তেমন কিছু ছিল না। আগের সব লেসন একসাথে নিয়ে কিভাবে কমপ্লিট কাজ করা যায় তার উপরে একটা ডেমো।

এসাইনমেন্টঃ


এবং এখানে কোর্সের সমাপ্তি! বেশ কিছু নতুন জিনিস শিখেছি-আর একটা যেটা কাজে আসছে সেটা হল বাইরের অসাধারন ব্যাকগ্রাউন্ড আর্ট গুলার প্রসেস আর ডিজাইন ফিলোসফি সম্পর্কে জানতে পারা। এখন এগুলো মাথায় রেখে নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে!