বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

প্রসংগ গ্রাফিক ট্যাব

গ্রাফিক ট্যাবলেট। নতুন অনেক আর্টিস্ট কার্টুনিস্ট গ্রাফিক ডিজাইনার, সবার কমন প্রশ্ন কোন গ্রাফিক ট্যাবলেট কিনব? দেখা যায় গ্রাফিক ট্যাবলেট কেনা বিষয়ে পরামর্শ চাইলে অনেকেই বলেন বাজেটের ভেতর যেটা পাও সেটাই কিনে ফেল। আমি নিজেও এই পরামর্শ দেই অনেককে। কারন কিছুদিন আকাআকির অভিজ্ঞতা থেকে দেখেছি গ্রাফিক ট্যাবলেটের কনফিগারেশন ভাল বলে কারো আকা ভাল হয়ে যায়নি। কিন্তু নতুন দের জন্য এই পরামর্শ দেখা যায় আরো কনফিউজিং হয়ে যায়৷ আগে ছিল একটা ব্র‍্যান্ড এখন বাজারে অনেক গুলি ব্র‍্যান্ডের ড্রয়িং ট্যাবলেট। কোনটা ছেড়ে কোনটা কিনব, কি কি স্পেসিফিকেশনের দিকে নজর রাখব, বাজেট কি বাড়াব নাকি কমের ভেতরেই রাখব, এসব একশ চিন্তা ভেবে দিশেহারা হয়ে যায় অনেকেই। এগুলি নিয়েই আজকের লেখাটা।

প্রথমেই গ্রাফিক ট্যাবলেট কেনার সময় সবাই ভাবতে বসে বাজেট। কিন্তু তার আগে ভাবা উচিত কী কাজে ট্যাবলেট টা কিনছি। এবং আর একটা জিনিস মাথায় রাকাহ দরকার যে ট্যাবলেটে আগে আকার অভিজ্ঞতা না থাকলে ট্যাবলেটে ড্রয়িং এ অভ্যস্ত হতেই কয়েক মাস লেগে যাবে। সুতরাং কিনে একে ফাটিয়ে ফেলব এই আশা না রাখাই ভাল। খাতা কলমে আকার স্কিল ট্যাবলেটে ট্রান্সফার হতে বেশ সময় লাগবে এটা মেনে নিতে হবে।

তাহলে দেখা যাচ্ছে প্রথম ট্যাবলেট আসলে ডিজিটাল ড্রয়িং এর হাতে খড়ি ডিভাইস হিসাবেই কাজ করবে। এজন্য প্রথম ট্যাবলেট এক্সপেরিমেন্টের জন্য কেনা এটা মাথায় রাখা উচিত। অনেক বাজেট না বাড়িয়ে প্রথম ট্যাবলেটের জন্য একটু লো বাজেটের ট্যাবলেট কেনা ভাল। এই পয়েন্টে এসে অনেকে ভাবে বেশি দামের টা নিশ্চয় বেশি ভাল, ভাই আমাকে ভালটা কিনতে নিষেধ করছেন নিশ্চয় ওটার সিক্রেট ফিচার আমাকে জানতে দিতে চাননা। নিজেরা তো ঠিক ই দামী দামী ট্যাবলেটে ছবি আকেন। আর তাই জন্যই তো ছবি গুলো ভাল হয়। কিন্তু আসলে বিগিনার আর্টিস্ট কে কম দামে ট্যাবলেট কিনতে বলি যাতে শুরুতে হোচট খেয়ে হতাশাটা কমের উপর দিয়ে যায়!

বাজেট প্রসংগে আর একটা কথা৷ বাজারে ৩০০০ টাকা থেকে শুরু করে ৩০০,০০০ টাকা পর্যন্ত ট্যাবলেট আছে। আমি কোন বাজেটে কিনব? বাজেট বেশি থাকলে ভাল দামী কিছু কিনতে আপত্তি নেই কিন্তু বাজেট না থাকলে দামী ট্যাবলেট না কেনার দুঃখে থাকার ও দরকার নেই। একটা থাম্ব রুল হতে পারে যদি হাই এন্ড এর ট্যাব কেনার বাজেট না থাকে তাহলে মোস্ট প্রোবাবলি ওই ট্যাবলেটটা আপনার এখন প্রয়োজন ও নেই। আপনি হয়ত শখে আকা শুরু করেছেন। কিছুদিন টুকটাক আকেন ভাল লাগতেছে৷ তখন ই যদি ভাবেন আপনার আর্ট কে নেক্সট লেভেলে নেবার জন্য প্রয়োজন একটা ডিসপ্লে সহ ট্যাবলেট আমি বলব ভুল করবেন। তার থেকে আপনার বেশি প্রয়োজন আকার স্কিল আরো ডেভেলপ করা। খাতা কলমে আকতে গেলে আপনি প্র‍্যাক্টিস করার জন্য নিউজপ্রিন্টের কম দামী খাতা আর বল পেন কিনেন। ফাউন্টেন পেন আর দামী কাগজ কিন্তু কিনেন না। ডিজিটালি কাজ শুরুতেও আসলে হাতে প্র‍্যাকটিস এর জন্য একটু লো বাজেটের ট্যাব ই ভাল। কারন এই ট্যাবটা আপনাকে ডিজিটাল ড্রয়িং করতে শেখাবে। তারপর আপনি যদি প্রফেশনালি কাজ করতে থাকেন তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী নিজেই বুঝে নিতে পারবেন আপনার কোন ডিভাইস্টা দরকার।

তাহলে যেই বাজেট ঠিক করব সেটার ভেতরেই একটা ট্যাবলেট কিনব। কিন্তু কিনতে গেলে কী কী দেখব? কোন ব্র‍্যান্ড দেখব? এগুলির উত্তর একটা একটা করে আসি।

ব্র‍্যান্ডঃঃ আমি ওয়াকম, জিনিয়াস আর এক্সপি পেন ব্র‍্যান্ডের ট্যাব ব্যবহার করেছি। এক্সপেরিয়েন্স থেকে আমি বলব ওয়াকম কিনতে। এখনকার হুইয়ন বা এক্সপি পেন ট্যাব ব্যবহারের অভিজ্ঞতা আমার নেই। তাই এ বিষয়ে সঠিক কম্পেয়ার দিতে পারছি না। সব থেকে ভাল হয় ব্যবহারকারী কার কাছ থেকে অপিনিয়ন নিলে। ফেসবুকে অনেক গ্রুপে আপনি ইউওজার ফিডব্যাক নিতে পারেন। আমার পরামর্শ থাকবে ওয়াকম কিনার।

সাইজঃ ডিভাইসের সাইজ একটা ইম্পর্টান্ট ফ্যাক্টর মডেল চুজ করার জন্য। আমি যতগুলি ট্যাব ইউজ করেছি সব গুলি স্মল সাইজের। তাই আমি বলব যারা শুরু করছেন ডিজিটাল আর্ট তারা স্মল সাইজটাই  কিনতে পারেন। ক্যানভাসে আকার অভ্যাস থাকলে অনেকে মিডিয়াম সাইজে কম্ফর্টেবল হন। আপনার অভিজ্ঞতা আর বাজেট বুঝে ঠিক করে নিতে হবে।

মডেলঃ মডেল বাছার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে পারেন।

পেন প্রেশার লেভেলঃ আমার পরামর্শ ২০০০ প্রেশার লেভেলের নিচের ট্যাব না কেনার। ১০০০ প্রেশার লেভেলের ট্যাব ও আমি ব্যবহার করি। তবে ২০০০ এ আমার ড্রয়িং স্টাইলের সাথে বেশি কম্ফোর্টেবল লাগে। এখন ৮০০০ প্রেশার লেভেলের স্টাইলাস পাওয়া যায়। সেগুলো সাধারনত একটু হাই বাজেটের তাই বাজেটে কুলালে এবং প্রফেশনালি কাজ করলে কিনতে পারেন। 

স্টাইলাসঃস্টাইলাস দুই ধরনের হতে পারে-ব্যাটারি সহ আর ব্যাটারি ছাড়া। ওয়াকম এর সব ডিভাইসেই ব্যাটারী ফ্রি স্টাইলাস থাকে। ব্যাটারি সহ স্টাইলাস ব্যবহার করে দেখেছি ভারী লাগে আর ব্যাটারি পাল্টাবার হ্যাসল থাকে। ব্যাটারি ফ্রি স্টাইলাস মডেল কেনার পরামর্শ থাকবে।

ওয়্যারঃ তার এর কানেকশন সহ মডেল আছে, ব্লু টুথ সহ মডেল আছে। এটা তেমন ডিফারেন্স মেক করেন আমার মনে হয়। যে কোনটা নিতে পারেন। তবে কানেকটিং তার বেশি না খোলা বা নিয়ে মুভ না করা ভাল। আমার একটা ইন্টুস মডেল এর কানেকটিং তার এর জায়গাটা নষ্ট হয়ে যায় বার বার তার পালটানো এবং ক্যারিং এর সময় বাড়ি খাবার কারনে।

টাচঃ টাচ ড্রয়িং ট্যাব এ আমার তেমন কোন কাজে লাগেনি। টাচ ছাড়া মডেল কিনতে পারেন কোন পার্থক্য নেই।

ডিসপ্লেঃ ইদানিং অনেকে ডিসপ্লে সহ ট্যাব কিনতে চান। এ ধরমের ট্যাব এর প্রথমত দাম বেশি। তাই কেনার আগে বুঝে নেন আপনার কেনার প্রয়োজন, বাজেট আছে কিনা। কেনার সিদ্ধান্ত নিলে দুম করে না কিনে একটু অনলাইনে ঘাটা ঘাটি করে দেখেন। সব থেকে ভাল হয় লং টাইম ইউজার কারো থেকে অপিনিয়ন নিলে এবং ডিভাইস টা ব্যবহার করে দেখলে। আমি ডিস্পলে সহ ট্যাব ব্যবহার করেছি সিন্টিক,  এক্সপি পেন এবং আই প্যাড৷ সিন্টিক ই আমার মতে সব থেকে সেফ এবং ভাল অপশন। এক্সপি পেন এ আমি একে আরাম পাইনি। পেন প্রেসার লেভেল ওয়াকম এর মত ছিলনা। আই প্যাড ডিভাইস হিসাবে ভাল কিন্তু আমার প্রফেশনাল কাজে সফটওয়্যার সাপোর্টে একটু ল্যাকিং। যেহেতু আমি ডেস্কটপ এ আকি সিন্টিক আমার জন্য সব থেকে বেশি কাজের। তবে এক্ষেত্রেও কেনার আগে অবশ্যই দেখে নিবেন কিছু জিনিস।

প্যারালাক্সঃ ডিভাইস ডিস্পলে এবং পেন এর মধ্যে একটা ছোট্ট ডিসটেন্স থাকে। কেনার আগে অবশ্যই ইউজ করে দেখে নিবেন এই প্যারালাক্স আপনার আকায় কোন সমস্যা করছে কিনা। অনেকে সিন্টিক কিনে কাজ করতে পারেননি প্যারালাক্স এ সমস্যা হয় বলে।

কানেক্টিভিটিঃ সিন্টিক এর নতুন মডেলগুলি ডিরেক্ট ডেসটপের সাথে কানেক্ট করা যায়না। আলাদা কানেক্টর লাগে। আবার এইচ ডি মডেলগুলি সরা সরি পিসিতে কানেক্ট করা যায়। তাই আগেই কানেক্টিং পোর্ট সম্পর্কে দেখে নিন।

প্রসেসরঃ সিন্টিক এর সব থেকে দামী মডেলগুলি আসলে প্রসেসর র‍্যাম হার্ড্ডিস্ক সহ এক একটা কম্পিউওটার। মোবাইল স্টুডিও অনেকে কিনতে চান পোর্টেবিলিটির জন্য। তবে আমি পার্সোনালি মোবাইল স্টুডিও কেনার বিপক্ষে। কারন এটা প্রসেসর ব্যাটারি সহ বেশ ভারী একটা ডিভাইস এবং পোর্টেবল হিসাবে ভালনা। আর ব্যাটারী থাকার কারনে এটা বেশ গরম হয় যা আকার জন্য আনকম্ফোর্টেবল৷ এবং তা ছাড়া দুই জন এইউওজার এক্সপেরিয়েন্স আমি শুনেছি যারা মোবাইল স্টুডিও কেনার পর ডিভাইসে প্রবলেম দেখা দিয়েছে এবং ডিভাইস নষ্ট হয়ে গেছে। যদি ডেস্কটপ এর সাথে সিন্টিক ব্যবহার করতে চান তাহলে অনলি ডিসপ্লে ডিভাইস কেনাটাই ভাল হবে। মোবাইল স্টুডিও তে আপনি পেন বা ডিসপ্লে এর প্রেশার লেভেল, রেসপন্সিভনেস এগুলিতে কোন আপগ্রেড পাবেন না৷

এগুলি ই মোটামটি গ্রাফিক ট্যাবলেট নিয়ে আমার জ্ঞান। কারো কোন প্রশ্ন থাকলে করতে পারেন। তবে শেষ কথা, ট্যাবলেট আপনাকে আকা শেখাবে না। আকা শেখাবে প্র‍্যাকটিস এবং বুঝে প্র‍্যাকটিস।