ইঙ্কটোবার চলছে পুরো দমে । প্রতিবছর অনেক অনেক আর্টিস্ট এর কাজ দেখি এ সময় আর মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ি। ট্রাডিশনাল কালি পেন ব্রাশ এগুলির কাজ যে কত মজার সেটার একটা রিয়ালাইজেশান আসে প্রতি অক্টোবরে। কিন্তু দেখা যায় কোনবারই করে উঠতে পারিনা-না সময়, না কনসিসটেন্ট প্রাকটিসের অভ্যাস টা। গত কয়েকবছর ছাড়া ছাড়া ভাবে করার চেষ্টা করেছি যদিও-একবার অঞ্জন দত্তের গান থেকে ক্যারেক্টার নিয়ে, আর একবার নিজের ডেইলি রুটিন একে। তবে ইঙ্কটোবারের তুখোড় কাজগুলির পাশে সেগুলি পাতে দেবার মত না।
ইঙ্কটোবার নিয়ে আমাদের একটা পডকাস্ট চাইলে শুনে দেখতে পারেন এখানেঃ
ট্রাডিশনাল মিডিয়াতে দখল আমার খুবই কম-কাজ চালানোর জন্য পেন, পেন্সিল আর মার্কার-এতদূর পর্যন্তই হাত আসে। তাও দেখা যায় বড় পেপার দেখলে হাটু কাপাকাপি শুরু হয়ে যায়। স্কেচবুকে জেশচার স্টাডি আর টুকটাক মাঝে মধ্যে রাফ-আমার খাতায় কলমে আকার কাজ ওটুকুই। এবার ভাবলাম ইঙ্কটোবারের সিরিজ বা ইলাস্ট্রেশান কমপ্লিট করার মত দখল তো আসবে না, তার থেকে বরং স্টাডি চালাই। রিসেন্ট কমিক আকতে যেয়ে টের পাচ্ছি এনাটমি বা পার্সপেকটিভে কতখানি উইকনেস রয়ে গেছে। একই জিনিস বার বার আকতে আকতে স্টাইল ভাঙ্গার স্টাডিটা ভুলতে বসেছি। শেন গ্লাইন এর ড্রয়িং, আন্ডারড্রয়িং দেখে প্রাকটিস করতে করতে ভাবলাম অক্টোবরে তাহলে এটাই করি। প্রতিদিন এক পাতা যদি স্টাডি চালাই তাহলে কিছু নতুন জিনিস তো আকা শিখব। সেই ধারনা থেকেই শুরু ইঙ্কটোবার করা এবারের। কোন থিম নেই, কোন প্রম্পট নেই-শুধু স্টাডি।
শুরু করে প্রথম দিকে পাতা ভরতে থাকলাম জেশচার স্টাডি আর ফেস স্টাডি দিয়ে। দু তিন দিন যেতে না যেতেই বেশ একটা চেঞ্জ টের পেলাম। চিরচেনা এক ফেস যেটা বার বার একে আসছি দেখলাম সেটায় বেশ গলত রয়ে গেছে-নতুন একটা ফেস স্ট্রাকচার পেয়ে গেলাম রিয়েল ফটো দেখে স্টাডি করতে যেয়ে। আর কদিন পর ভাবলাম একটু কম্পোজিশন ট্রাই করি। খাপছাড়া স্টাডিই চলবে, কিন্তু কিছু কম্পোজিশনের রুল মিলিয়ে-যেমন এলিমেন্টের সাইজে কনট্রাস্ট, ওভারল্যাপ, নেগেটিভ স্পেস ছাড়া এইসব। দেখলাম ভাল খারাপ যাই হোক, কাজগুলি করে মজা পাচ্ছি৷ খাতা কলমে আকলে বড় করে আকার প্র্যাকটিসটা হয়, সাথে আনডু না থাকার জন্য আকায় মনোযোগ দিতে হয় অনেক বেশি। তাই জিনিসটা শেষ করার পর একটা অন্য ধরনের একমপ্লিশমেন্টের ফিল পাওয়া যায়। দেখা গেল শুরুতে এক পেজ করতে যদি সময় নিতাম ৩০ মিনিট, শেষে এসে এক এক পেজে সময় নিচ্ছি ২ ঘন্টার মত কিন্তু গোটা জিনিসটা এনজয় করছি কয়েকগুন বেশি।
এবারের আকার টুলস গুলির মধ্যে আছে লিড পেনসিল-শুরুর রাফ আন্ডার ড্রয়িং এর জন্য। বল পেন-লাইন আর্ট করতে, আর শেষে একটা স্টেডলার জেল পেন দিয়ে আউটলাইনিং। টেক্সচারিং বা সলিড ব্লাক অংশগুলি বল পেন, জেল পেন মিলিয়ে আকান।
ছবির এই সিরিজগুলিকে পরে কালার করবার পরিকল্পনা আছে। কপিক মার্কার, তুলি, কালি-এসব টুলের ব্যবহার শেখার একটা ইচ্ছে টের পাচ্ছি ভেতরে। উন্মাদে যেয়ে বস এর সাথে শেয়ার করবার পর বস উৎসাহ দিলেন একটা গোটা কমিক এভাবে নামান যায় নাকি ভেবে দেখতে। দেখি সামনে কত দিন এই জোশটা ধরে রাখতে পারি। তবে এবারের ইংক্টোবার নিঃসন্দেহে আমার জন্য একটা ভাল লার্নিং এক্সপেরিয়েন্স!
এবারের আকার টুলস গুলির মধ্যে আছে লিড পেনসিল-শুরুর রাফ আন্ডার ড্রয়িং এর জন্য। বল পেন-লাইন আর্ট করতে, আর শেষে একটা স্টেডলার জেল পেন দিয়ে আউটলাইনিং। টেক্সচারিং বা সলিড ব্লাক অংশগুলি বল পেন, জেল পেন মিলিয়ে আকান।
ছবির এই সিরিজগুলিকে পরে কালার করবার পরিকল্পনা আছে। কপিক মার্কার, তুলি, কালি-এসব টুলের ব্যবহার শেখার একটা ইচ্ছে টের পাচ্ছি ভেতরে। উন্মাদে যেয়ে বস এর সাথে শেয়ার করবার পর বস উৎসাহ দিলেন একটা গোটা কমিক এভাবে নামান যায় নাকি ভেবে দেখতে। দেখি সামনে কত দিন এই জোশটা ধরে রাখতে পারি। তবে এবারের ইংক্টোবার নিঃসন্দেহে আমার জন্য একটা ভাল লার্নিং এক্সপেরিয়েন্স!