উনিশ বিশ শুনে বড় হতে হতে বিশ একুশ চলে এল। অনেক অনেক দিন বাদে ব্লগর ব্লগর করতে আসা মরতে বসা ব্লগে। লেখা লেখির সময় করে ওঠা এখন মুশকিল। তার পরেও প্রতি বছরের একটা সিগনেচার যাতে রেখে যাওয়া যায় তার জন্য ব্লগে আবার ঢুঁ মারা। গত বছরের লেখা ঘাটতে যেয়ে দেখলাম বছর শুরুতে যেসব কাজ করব ঠিক করে রেখেছিলাম তার কিয়দংশও করা হয়নি। আবার করা হয়েছে এমন অনেক কিছু যার কোন পরিকল্পনাই ছিলনা। আর সবার সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে দেবার জন্য একটা ২০২০ ই যথেষ্ট। খুব খুব সৌভাগ্য আমার যে বড় সড় কোন মুশকিল ছাড়াই এই মহামারীর বছর টা কাটিয়ে দিতে পেরেছি। অনেক দিকে কাজ মোড় নিয়েছে, জীবনের গতিপথেও এসেছে অনেক বাঁক। সেসব মিলিয়ে কিভাবে কাটাব এই বছর টা-সেই পরিকল্পনা করার ঝক্কি আর নিতে চাই না।
বছর শুরু করেছি কিছু নতুন ধরনের স্টাডি দিয়ে। গত বছর থেকে ডিজিটাল পেইন্টিং এ ফোকাস করার পর আস্তে আস্তে বেশ কিছু ঝাপসা জিনিস পরিষ্কার হয়ে আসছে। সেই সাথে চোখে পড়ছে নতুন আর এক গন্তব্য যা ধোয়াশার আড়ালে। নেভার এন্ডিং জার্নির শেষ নেই মেনে নিয়েও এগিয়ে চলা-দেখা যাক কতদুর চলে গাড়ি।