এ বছর শুরু থেকে দেখলাম এতদিনে মাত্র একটা ব্লগ পোস্ট। যদিও ব্লগ কেউ পড়ে না, ফলো করেনা, নিজের ডায়রি হিসেবেই বছরের আকা ছবি গুলো আর লার্নিং পোস্ট করে রাখি।
এখন পেইন্টিং, বা ক্যারেক্টার ড্রয়িং এর এপ্রোচ অনেক বদলে গেছে। লুজ পেন্সিল স্টাইলে লাইন আর্ট, রাফ কালারে লাইট শ্যাডো ব্লক করে আস্তে ধীরে রেন্ডারিং এ যাওয়া, অনেক রকম এক্সপেরিমেন্ট করে টরে কম্ফোর্টেবল প্রসেসের জায়গা খোজা চলছে এখনো। তবে মূটা মুটি একটা ধাঁচে প্রসেস সেট করতে পারছি এখন। সাটল অনেক ফর্ম দেখি এখন, অনেক জায়গায় জানার ঘাটতি বুঝি, আবার এও বুঝি সব শেখা এক জীবনে সম্ভব না। অন্যের চোখে নিজের কাজ দেখতে পাওয়ার জায়গায় এখনো অনেক ঘাটতি-টেকনিকের পাশাপাশি মনটাকেও ঝালিয়ে নেয়া প্রয়োজন। চলছে চলবে আকাআকি-শেষ মেষ সৃষ্টিতেই তো আনন্দ।