সোমবার, ১ জুলাই, ২০১৩

ক্যারিকেচারঃ ০২

হালের আলোচিত সমালোচিত একজন মডেলের ক্যারিকেচার করতে বসলাম। আবার নতুন করে পোর্ট্রেট ক্যারিকেচার স্টাডি চালাচ্ছি। যেহেতু আমাদের দেশি সেলিব্রেটিদের ক্যারিকেচার সেভাবে জনপ্রিয় না তাই চেহারা গুলো বুঝতে বেশ সময় লেগে যায়। মেহেদি ভাই এর এ ক্ষেত্রে একটা কাজের ফর্মুলা আছে-ক্যারিকেচারে যাবার আগে একটা পোর্ট্রেট এর মত এঁকে নেয়া। সেই অনু্যায়ী প্রথমে একটা ড্রয়িং করে নিলাম। এর পর ভাংচুর শুরু করে দেখলাম কেমন দেখায়। মুটা মুটি চেহারা টা আয়ত্বে আসার পর পেন্সিলে একটা রাফ ডিজাইন, স্ক্যান করে কারেকশন, ইংকিং এবং কালারিং করে শেষ করলাম ক্যারিকেচার। ফর্মে আঁকার চেষ্টা চালিয়ে যাচ্ছি, পোর্ট্রেট স্টাডি বেশ কাজে দিচ্ছে।



 
পোর্ট্রেট টাইপ স্টাডি

ক্যারিকেচার ডিজাইন

ফটোশপ কারেকশন


ইংকিং

ফাইনাল কালার। 


৩টি মন্তব্য: