সোমবার, ১২ আগস্ট, ২০১৩

ক্যারিকেচারঃ ০৩

ছোটবেলার বন্ধু বান্ধব এর বিয়ের পিড়িতে বসা শুরু হয়ে গেছে! সাদিক হোসেন অঞ্জন সেই তালিকায় প্রথম নাম লেখাল! কলেজে থাকতে একবার অঞ্জন-এর জন্য কেক কাটা হল-কেকে লেখা ছিল To the luckiest man alive-আবার সেই একই কথা বলতে ইচ্ছা করে এই দুই জনকে দেখে। (যদিও গত বার বলার কারন সম্পূর্ন ভিন্ন ছিল!) সুখে থাকুক অঞ্জন দূর প্রবাসে!
পেন্সিল


ফটোশপ রাফ

ফ্ল্যাট ব্লক

হালকা শেড-নাফিসার চোখে সমস্যা

বর্ডার লেখা ইত্যাদি দিয়ে শেষ করা

ছবি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না-আরো সময় নিয়ে করা যেত।

1 টি মন্তব্য: