শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

গাবড়

ক্লাসে নতুন একটা কথা শিখলাম কয়দিন আগে-গাবড়-কথার মানে কি জানা নাই কিন্তু নিজেকে অনেক দিন ধরে বেশ গাবড় গাবড় মনে হচ্ছে। অনেক কাজ কাম একসাথে নিয়ে খুব বেশি ব্যস্ততায় দিন কাটছে! এর মধ্যে ঢাকা কমিক্সের সাথে ঘুরে আসলাম ঢাকা পপ এক্সপো ২০১৩। স্কেচবুকিং করি না অনেক দিন-আঁকায় মনে হচ্ছে ছাপ চলে আসছিল সেটার-শামিম এর কথা শুনে অনেক দিন পরে আবার খাতা কলম পেন্সিল নিয়ে টেক্সচার এর কাজ করে বেশ মজা পেলাম। এখনো অনেক অনেক শেখার বাকি প্রতিনিয়তই বুঝতেছি।
পপ এক্সপো নিয়ে আঁকা ফ্যান আর্ট


নতুন ল্যাপটপ কিনে ফটোশপে দাগা দাগি
একটা কমিক বই এর পেজ-অচিরেই বাজারে আসবে আশা করি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন