প্রথম আলো হাউজ থেকে ২০১২ সালে বৈশাখে বোধ হয় প্রথম বের হয় কিশোর পত্রিকা। বৈশাখী সংখ্যা হিসাবে দারুন ছিল-আর কিশোর দের বাংলাদেশী ম্যাগাজিন হিসাবে তো অনন্য। কমিক গুলার উপরে একটা আলাদা আগ্রহ তো ছিলই-সব্যদা, মেহেদি ভাই, আরাফাত সবার কমিক দেখে অনেক ভাল লেগেছিল। এ বছর শিশু মেলাতে ঢাকা কমিক্সের স্টলে বসে মেহেদি ভাই হুট করে বললেন আসিফ কমিক করবা নাকি, সামনে তো আবার কিশোর পত্রিকা বের হচ্ছে। এক বসায় ক্যারেক্টার, থাম্বনেইল, স্টোরি সব গুছিয়ে ৩ পেজের একটা কমিক করে ফেললাম জিতুকে নিয়ে। ছাপাও হয়ে গেল কিশোরে! দেশের প্রথম সারির একটা ম্যাগাজিনে প্রথম ছাপা হওয়া নিজের একটা গোটা কমিক-মনে হয় হাজার বার খুলে খুলে দেখেছি নিজের কমিকটা-এইটা ঠিক হইল না, আরো ভাল হইতে পারত, কত কি যে মাথায় আসে!
যাই হোক, কিশোর পত্রিকা এর মধ্যে শুনলাম মাসিক পত্রিকা হিসাবে বের করার উদ্যোগ চলছে। আমি নিজে নিরাশাবাদী হওয়ায় খুব একটা আমলে নিলাম না। কিন্তু গত মাসে শুনি বেশ জোরে সোরেই তোড়জোড় চলছে কিশোর কে মাসিক পত্রিকা হিসাবে বাজারে আনার। সিমু ভাই একদিন ফোন দিয়ে বলেও বসলেন একটা তিন পেজের কমিক ভাবতে। সেই ভাবনা গড়াল ১০ দিনে-পরে আবার ফোন পেয়ে সিরিয়াসলি ভাবতে বসলাম। ক্লাসের বন্ধুরা প্রায় পুরো গল্পটাই দাড়া করিয়ে দিল-আবার এক বসায় এঁকে পাঠিয়ে দিলাম কিশোর আলোর ঠিকানায়। অক্টোবরের ১ তারিখে বাজারেও চলে আসল কিশোর। পত্রিকার গেট আপ, আউটলুক দেখে সত্যিকারেই ইম্প্রেসড হলাম। ছোটবেলা থেকে আনন্দমেলা পড়ে বড় হয়েছি-ঐ মাপের একটা পত্রিকা আমাদের দেশ থেকেই বের হল এই বুড়োবেলায় আর সেই পত্রিকার একটা অংশ হয়ে গেলাম আমি! একদম সেই ছোটবেলার মত বার বার পত্রিকাটা খুলে খুলে দেখেছি ছবিগুলো!
প্রথম সংখ্যায় করা কিছু কাজ ব্লগে আপিয়ে রাখলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন