হাইপারলিংক কমিকের ধারনাটা কিছুদিন আগে শিখলাম। কমিকের স্টোরি এগুবে রিডার
এর ইচ্ছানুযায়ী-বিভিন্ন অপশন থাকবে যে যেভাবে গল্পটা শেষ করে। অনেকটা
ছোটবেলায় পড়া create your own adventure বই গুলার মত। তন্ময় ভাই এর সাথে
বসে গল্প বানিয়ে কাজ কাম শুরু করে দিলাম। এক্সপ্রেশন আঁকা শিখতে অনেক হেল্প
হচ্ছে! কিছু ছবি ব্লগে আপলোড।
* কাজটা সাদা কালোতে করে ইংকিং বুঝতেও কাজে দিল!

OMG ! nice ! yeaaaah !
উত্তরমুছুন