প্রতিবছর ফেব্রুয়ারি মাসটা আমার জন্য বছরের সবথেকে মজাদার সময়। কারন অবশ্যই
বই মেলা! গতবছর ২৮ দিনের ২৮ দিন ই বিকাল থেকে রাত পর্যন্ত মেলায়- এ বছর
সেই আনন্দটা চাকরি ক্লাস ইত্যাদি ইত্যাদি তে অনেক খানি ই ফিকে হয়ে এসেছিল।
তার সাথে ছিল নানা রকম কাজের চাপ! একটা গোটা কমিকের ইংকিং এবং একটা বই এর
ইলাস্ট্রেশানের কাজ শেষ করে যখন ভাবলাম যাক সব গুছিয়ে আনা গেছে তখন ই সিমু
ভাইয়ের ফোন! ৭১ এর দিনগুলি বই এর কমিক এডাপটেশনের প্ল্যান করা হচ্ছে, মার্চ
কিশোর আলো তে রুমী এর কাহিনী নিয়ে কমিক করা যায় কিনা! পরিকল্পনা শুনে
উত্তেজনার বশে রাজি ও হয়ে গেলাম! মাসের তখন ১২ তারিখ-সেদিন বসলাম থাম্বনেইল
পেজ প্ল্যানিং করতে। সিমু ভাইয়ের কাছ থেকে ৭১ এর দিনগুলি বইটা ও নিয়ে
আসলাম। এক বসায় মুটা মুটি স্পিড রিডিং দিয়ে দিন তারিখ আর সংলাপ গুলো গুছিয়ে
ফেললাম। এরপর ডিজাইন-করতে বসে তো মাথায় হাত! ১৮ পেজে চলে যাচ্ছে কমিক-জমা
২৬ তারিখের ভেতর! কেমনে কি করব হিসাব মেলাতেই কেটে গেল আরো দুই দিন! মেলা,
অফিস, কমিক-সব কিছু মিলায় একটা ভজঘট অবস্থা। এর মধ্যেই কেমনে কেমনে পেন্সিল
শেষ করে আনলাম। প্ল্যান ছিল এবার ইংকে প্রায় কাজটা করে রাখব। মেহেদি ভাই
এর দেখান ব্রাশিং টেকনিক কাজে লাগিয়ে ঝড়ের বেগে নামালাম গোটা ইংকিং। বাকি
থাকে লেটারিং আর কালারিং। সেটাও কোন মতে নামিয়ে মেইল করলাম সিমু ভাইকে।
পুরাই ভয়ে ভয়ে ছিলাম-কাজটা কেমন হয় না হয় তা নিয়ে। অবশেষে অনেক জল্পনা
কল্পনার পর ৯ তারিখ বাজারে এল কিশোর আলো। ক্লাস ছুটি হতেই ঢাকা ভার্সিটি
শ্যাডোতে ঢুকে হাতে নিয়ে দেখলাম কমিকটা। তারপরটা পাঠক বলবে। আমি কিছু ছবি
আপিয়ে রাখি ব্লগে!
|
রিজেক্টেড কাভার। :P |
|
ইংকিং এ এক পেজ! |