রবিবার, ৯ মার্চ, ২০১৪

রস-আলো

অনেক দিনের ব্লগ পোস্ট জমা হতে হতে পর্বতসম অবস্থা! এক একটা করে তাই লেখা শুরু করছি আস্তে আস্তে! প্রথম আলো এর সোমবারের ফান ম্যাগ রস আলো তে আঁকছি বেশ কয়েক মাস ধরেই। গত ভ্যালেন্টাইন সংখ্যার কভারের কাজ করলাম। শেষ বেলায় করা কাজ তাই বেশ তাড়াহুড়া ছিল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন