বুধবার, ৯ জুলাই, ২০১৪

ফিগার ড্রয়িং: ০৪

পরীক্ষার ছুটিতে ফিগার ড্রয়িং, জেশচার, এনাটমি ইত্যাদি নিয়ে নতুন করে স্টাডি শুরু করলাম। ইউটিউবে Proko এর চ্যানেলের অসাধারন কিছু ভিডিও, Sycra এর টিউটো, কাজের কিছু ক্রিটিক পোস্ট আর সাথে ব্রিজম্যানের বই। দুর্দান্ত গতিতে এনাটমি, মাসল ইত্যাদি স্টাডি চালিয়ে বুঝলাম আসলে গোড়ায় গলদ। ফর্ম আর জেশচারেই মার খেয়ে যায় ড্রয়িং। অতঃপর মেহেদি ভাই এর শরনাপন্ন হলাম। উন্মাদ অফিসে বসে ইফতার খেতে খেতে মাসলে যাবার আগে যে সিম্পল ফর্মে জিনিসটা বুঝে নেয়া দরকার এই বিষয়টা আবার উপলব্ধি করলাম। ভাইয়া সাজেস্ট করলেন বিল পারসিং এর ব্লগে একটা ঢু মারতে-দেখে তো অবাক আমি! এত সিম্পলে এত সহজে? তাই নতুন ভাবে পেন্সিল ড্রয়িং এ ফর্ম এবং লাইনে বুঝার চেষ্টা করছি ফিগার ড্রয়িং।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন