কয়েকদিন ধরে আমাদের আকান্তিস গ্রুপে আলোচনা চলছে স্টাইল নিয়ে। আমি নিজেও স্টাইল নিয়ে
যথেষ্ট কনফিউজড ছিলাম এবং আছি এখনো। তারপরেও যতটুকু নিজে চিন্তা ভাবনা করে এবং
মেহেদি ভাই এর সাথে কথাবার্তা বলে বুঝলাম সেটা শেয়ার করার চেষ্টা।
প্রথমে বলি স্টাইল আসলে কি? স্টাইল আমার মতে আঁকার ধরন-এক এক জনের হাতের লেখা যেমন এক এক রকম সেভাবে আঁকার ধরনেও এক জনের সাথে আর এক জনের পার্থক্য থাকবে। এটাই স্টাইল। এখন একটা জিনিস মাথায় রাখা দরকার যে স্টাইল কোন ভাবেই বেসিক ড্রয়িংকে পাশ কাটিয়ে শর্টকাটে কিছু করা নয়। একদম সিম্পল স্টাইলে ড্রয়িং এর যেই বেসিক, একদম রেয়ালিস্টিক স্টাইলেও সেই একই বেসিক থাকতে হবে। (যদি না আপনি থ্রিডি বাদ দিয়ে টুডিতে আকতে যান-এটা নিয়ে এখানে আলোচনায় না যাই। আগ্রহ থাকলে নিও রেট্রো স্টাইল নিয়ে গুগলে দেখতে পারেন) ড্রয়িং এর বেসিক বলতে আমি বুঝি ফর্ম ঠিক থাকা, ফোরশর্টেনিং ঠিক থাকা, কন্সট্রাকশন সহজ এবং ক্লিয়ার থাকা, জেশচার যতদুর পারা যায় ফলো করা-এইগুলা। লেখার সময় আমি যেমন যত প্যাচ গোচ দিয়েই লিখি না কেন “ক” যদি দেখে “ক” বলে চেনা না যায় আর কেউ যদি পড়তে না পারে তাহলে লেখার মানে দাঁড়ায় না। সেভাবে ড্রয়িং এর হাজার কেরদানি দেখায় লাভ নাই যদি সেটা রিডেবল না হয়।
প্রথমে বলি স্টাইল আসলে কি? স্টাইল আমার মতে আঁকার ধরন-এক এক জনের হাতের লেখা যেমন এক এক রকম সেভাবে আঁকার ধরনেও এক জনের সাথে আর এক জনের পার্থক্য থাকবে। এটাই স্টাইল। এখন একটা জিনিস মাথায় রাখা দরকার যে স্টাইল কোন ভাবেই বেসিক ড্রয়িংকে পাশ কাটিয়ে শর্টকাটে কিছু করা নয়। একদম সিম্পল স্টাইলে ড্রয়িং এর যেই বেসিক, একদম রেয়ালিস্টিক স্টাইলেও সেই একই বেসিক থাকতে হবে। (যদি না আপনি থ্রিডি বাদ দিয়ে টুডিতে আকতে যান-এটা নিয়ে এখানে আলোচনায় না যাই। আগ্রহ থাকলে নিও রেট্রো স্টাইল নিয়ে গুগলে দেখতে পারেন) ড্রয়িং এর বেসিক বলতে আমি বুঝি ফর্ম ঠিক থাকা, ফোরশর্টেনিং ঠিক থাকা, কন্সট্রাকশন সহজ এবং ক্লিয়ার থাকা, জেশচার যতদুর পারা যায় ফলো করা-এইগুলা। লেখার সময় আমি যেমন যত প্যাচ গোচ দিয়েই লিখি না কেন “ক” যদি দেখে “ক” বলে চেনা না যায় আর কেউ যদি পড়তে না পারে তাহলে লেখার মানে দাঁড়ায় না। সেভাবে ড্রয়িং এর হাজার কেরদানি দেখায় লাভ নাই যদি সেটা রিডেবল না হয়।
তাহলে স্টাইলের সাথে ড্রয়িং এর কোন বিরোধ নেই এটা মাথায় রেখেই আমরা
এগুই। এবার আসি স্টাইলে ডেভেলপ হবে কিভাবে সেটা নিয়ে। প্রথমত নিজের স্টাইল তৈরী করতে হলে প্রচুর আঁকতে হবে এবং আঁকতে হবে
কনফিডেন্সের সাথে। তাহলে প্রচুর যদি আঁকতেই হয় সেক্ষেত্রে তেমন ভাবেই আঁকা ভাল
যেটাতে আপনি আরাম পান এবং স্ট্রেস না পড়ে কাজে। এই কাজটা অনেক দিন ভুল ভাবে করতাম-মানে কোন আর্টিস্ট এর কাজ ভাল লাগলে তার
ড্রয়িং থেকে স্টাইল টা নিজের আঁকায় কপি করতে চেষ্টা করতাম। ফলে কাজ ও শেষ হত না, সময়
ও লাগত শুধু শুধু এবং শেষ মেষ নিজের মন মত কিছুই হচ্ছিল না। এখন ভাবতেছি এর থেকে
নিজের স্টাইলে কিভাবে নতুন কিছু যোগ বিয়োগ করে আরো ডেভেলপ করা যায় সেটা চিন্তা করাই
বেটার। তাহলে আঁকাও যায় আরামে এবং “কেন ওরকম হচ্ছে না”-এই প্রেশার থেকেও নিশ্চিন্ত
থাকা যায়।
মোদ্দা কথা তাহলে যা দাঁড়াল সেটা হল-যেভাবে এঁকে আরাম পান সেভাবে এঁকে যান। খালি মাথায় রাখেন কি আঁকতেছেন, আর একজন সেটা কিভাবে আঁকতেছে এবং কিভাবে আপনার স্টাইলে সেটা Incorporate করা যায়। আর একই সাথে নিজের স্টাইলে কনফিডেন্টলি আঁকার জন্য ড্রয়িং প্র্যাকটিস চালায় যাওয়া-এইটুকুই আমার এখন পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং। সবাইকে ধন্যবাদ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন