রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

নতুন কমিক

নতুন কমিকের কাজ চলছে এবং আবার ও প্রসেস নিয়ে এক্সপেরিমেন্ট। এবার যেভাবে কাজ করছি তা হল থাম্বনেইল কাগজে করে স্ক্যান, ম্যাংগা তে নিয়ে সেটা একটু ঘষা মাজা করে অপাসিটি কমায় প্রিন্ট, (বাসায় প্রিন্টার না থাকায় মোড়ের দোকানে দৌড়াদৌড়ি-এটাও প্রসেসের অংশ) তারপর সেই প্রিন্টের উপরে পেন্সিলিং এবং আবার স্ক্যান করে ইংকিং ডিজিটালে। ডিজিটালে শুরুতে কেবল লাইন আর্ট করে রাখছি, সলিড ফিল, টেক্সচারিং, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি কাজ পরে করব। তাই গোটা পেজ কেমন হবে এখন বলতে পারছি না। দেখা যাক কি দাঁড়ায়। আপাতত স্টাইল স্যাম্পল হিসাবে প্যানেল রঙ করে দিয়ে রাখলাম।

কমলাপুর-আঁকান্তিস












কমলাপুর স্টেশান স্কেচবুকিং এর জন্য অসাধারন জায়গা। প্রচুর ক্যারেক্টার, প্রচুর ডিজাইন। এক বিকেলে এঁকে শেষ করতে পারিনি-আবার যাব!

সরস্বতি

সরস্বতি দেবী এর ছবি দেখে কম্পোজিশান ব্যাকগ্রাউন্ড আইডিয়া নিয়ে বেশ সময় নিয়ে কাজটা করার চেষ্টা করলাম। ব্যাকগ্রাউন্ড ড্রয়িং এর কিছু জিনিস পরিষ্কার হল।

রেফারেন্স স্টাডি




ফটো রেফারেন্স দেখে আঁকাটা বেশ কঠিন। আপাতদৃষ্টিতে লাইভের থেকে রেফারেন্স নিয়ে আঁকা সুবিধা মনে হলেও প্যাচ লাগে যখন ফটোতে ডিস্টরশন, পার্স্পেক্টিভ, ক্যামেরার কারসাজি ইত্যাদি ইত্যাদি জেশচারটাকে অনেকটা লুকিয়ে ফেলে। তাই জন্য রেফারেন্স দেখে হুবুহু আঁকার থেকে আইডিয়া নিয়ে আবার নিজের মত সাজানোটা ভাল। যাইহোক কিছু রেফারেন্স স্টাডি।

স্কেচবুক ত্থেকে

নতুন বছরে আবার পুরোদমে চলছে আকান্তিস। বানিজ্যমেলায় ঘুরে স্কেচ করে পরে খাতা থেকে সাজেশান নিয়ে ফাইনাল করলাম। সাথে কালারিং এর ভিডিও।

এক্সপেরিমেন্ট



জেশচার এর উপর ভিত্তি করে কিছু ফিগার ড্রয়িং এর চেষ্টা করছিলাম।