রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

রেফারেন্স স্টাডি




ফটো রেফারেন্স দেখে আঁকাটা বেশ কঠিন। আপাতদৃষ্টিতে লাইভের থেকে রেফারেন্স নিয়ে আঁকা সুবিধা মনে হলেও প্যাচ লাগে যখন ফটোতে ডিস্টরশন, পার্স্পেক্টিভ, ক্যামেরার কারসাজি ইত্যাদি ইত্যাদি জেশচারটাকে অনেকটা লুকিয়ে ফেলে। তাই জন্য রেফারেন্স দেখে হুবুহু আঁকার থেকে আইডিয়া নিয়ে আবার নিজের মত সাজানোটা ভাল। যাইহোক কিছু রেফারেন্স স্টাডি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন