মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

খাতা থেকে































২০১৫ শুরু করেছিলাম নিজের একটা প্রজেক্ট নিয়ে খাতা থেকে নাম দিয়ে। বিভিন্ন রেফারেন্স ছবির ডিপো থেকে কিছু ছবি বাছাই করে ভাবছিলাম আঁকব। এই আঁকব আঁকব করে নিজের জন্য আর আঁকা হয় না। তাই এবার বছর শুরুতে নিজেকে রেগুলেট করার জন্য একটা ৩০ দিনের চ্যালেঞ্জ প্রজেক্ট করে দেখলাম। অধিকাংশ ছবি গুলাই পেন্সিলে এঁকে স্ক্যান করে ফটোশপে কালার করা। পেন্সিলে খাতা কলমের উপরেও ভালবাসা নতুন করে ফিরে পেলাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন