শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

ক্যারিকেচার-০৮





ফেসবুকে নিজের আঁকা আঁকি নিয়ে একটা পেজ চালাই। পেজ চালাতে আর পেট চালাতে ক্যারিকেচারের কাজ করা হচ্ছে ইদানিং বেশ। শুরুটা হয় ইশকুল স্টেশনারি এর উজমা আপু এর সাথে কাপল ক্যারিকেচারের একটা কাজ দিয়ে। আস্তে আস্তে ক্যারিকেচার এর আইডিয়া টা বেশ ছড়াচ্ছে। এর মধ্যে করা কিছু কাজ ব্লগে দিয়ে রাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন