শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

কমিক ফ্লো

স্ক্রিপ্ট সহ প্যানেল কাট-ম্যাঙ্গা থেকে

পেন্সিলিং-ফটোশপে

ইংকিং-পেন্সিল টাইপের একটা ব্রাশে

সাউন্ড ইফেক্টস

কালারিং

টাইটেল, লেটারিং
কমিকে কাজ করার প্রসেস ওয়ার্ক ফ্লো নিয়ে আবার ভাবছি। কাগজ কলমের ফ্লুইডিটি ডিজিটালে আনার চেষ্টা চালাচ্ছি-কিছু ফটোশপ ব্রাশ পাবার পর ওয়ার্ক ফ্লো ম্যাংগা আর ফটোশপের একটা হাইব্রিডে নেয়া যায় নাকি ভাবছি। এছাড়া আঁকা আঁকির শুরুতে পেন্সিলে যাবার আগে টাইটেল-ডায়লগ সহ পুরো স্ক্রিপ্ট পেজে বসিয়ে নেবার প্র্যাকটিস শুরু করছি। হুমায়ুন আহমেদ এর একটা গল্পের কমিক এডাপটেশনের কাজ চলছে-কমিকের ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাল ঝামেলায় আছি।

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

ক্যারিকেচার-১০


যুগল-ক্যাচার-পেজ থেকে।

কালারিং


রঙ করার জন্য ফটো রেফারেন্স থেকে কালার নিয়ে রঙ এর প্র্যাকটিস চালাচ্ছি। রঙ কন্ট্রোলে আসতে সময় লাগবে আরো।