শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

কমিক ফ্লো

স্ক্রিপ্ট সহ প্যানেল কাট-ম্যাঙ্গা থেকে

পেন্সিলিং-ফটোশপে

ইংকিং-পেন্সিল টাইপের একটা ব্রাশে

সাউন্ড ইফেক্টস

কালারিং

টাইটেল, লেটারিং
কমিকে কাজ করার প্রসেস ওয়ার্ক ফ্লো নিয়ে আবার ভাবছি। কাগজ কলমের ফ্লুইডিটি ডিজিটালে আনার চেষ্টা চালাচ্ছি-কিছু ফটোশপ ব্রাশ পাবার পর ওয়ার্ক ফ্লো ম্যাংগা আর ফটোশপের একটা হাইব্রিডে নেয়া যায় নাকি ভাবছি। এছাড়া আঁকা আঁকির শুরুতে পেন্সিলে যাবার আগে টাইটেল-ডায়লগ সহ পুরো স্ক্রিপ্ট পেজে বসিয়ে নেবার প্র্যাকটিস শুরু করছি। হুমায়ুন আহমেদ এর একটা গল্পের কমিক এডাপটেশনের কাজ চলছে-কমিকের ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাল ঝামেলায় আছি।

২টি মন্তব্য:

  1. হাতের লেখাটা ড্রয়িং এর সাথে যাচ্ছে না। লাগলে ক্যালিগ্রাফার নেয়া যেতে পারে আরেকজন, অথবা সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ এ ভর্তি হওয়া যেতে পারে।

    উত্তরমুছুন
  2. হুম্মম-এতদিন হাতের লেখা সুন্দর করার ক্লাসের দেয়াল লিখন দেখে হাসা হাসি করছি।

    উত্তরমুছুন