রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

রেফারেন্স থেকে আঁকা কিভাবে?

রেফারেন্স ব্যবহার করে আঁকা বিষয়টা একটু কনফিউজিং মনে হয় সব সময়। এক এক জন রেফারেন্সিং কথাটা এক এক ভাবে ব্যবহার করে। যেমনঃ

০১। রেফারেন্স নিয়ে আঁকা মানে অনেকের কাছে কোন আর্টিস্টের একটা ছবি দেখে হুবহু সেটা কপি করে আঁকা।

০২। রেফারেন্স স্টাডি মানে একটা ছবি এর জেশচার, টেক্সচার, কালার ইত্যাদি স্টাডি করা।

০৩। রেফারেন্স সহ আঁকা মানে ছবি দেখে দেখে আঁকা আর রেফারেন্স ছাড়া আঁকা মানে নিজের মন থেকে আঁকা।

০৪। রেফারেন্সিং মানে ছবি থেকে হুবহু ট্রেসিং করা।

এরকম অনেক গুলো ব্যাখ্যা শুনি রেফারেন্সিং এর। আমার নিজের আঁকার ক্ষেত্রে উপরের কম বেশি সব গুলোই ব্যবহার করি। অনেক সময় কমিক ব্যাকগ্রাউন্ড আঁকার সময় দেখা যাচ্ছে অনেক এলিমেন্ট মোটামুটি ট্রেস করে এঁকে ফেলি। আবার অনেক সময় স্টাডি করার জন্য বা পোজ বুঝার জন্য রেফারেন্স ছবি নামিয়ে সেটা দেখে জেশচার কপি করি। কোন কোন ছবি থেকে কালার পিক করে কালার প্যালেট রেফারেন্স বানাই। আবার অনেক সময় জামার প্যাটার্ন, ডিজাইনের টেক্সচার এগুলো রেফারেন্স দেখে বানিয়ে নেই।

রেফারেন্স নিয়ে আঁকা শুনলেই অনেকে ভাবে এটা ট্রেসিং বা কপি করে আঁকা। আমার মনে হয় রেফারেন্স থেকে আইডিয়া নিয়ে একটা ছবি কপি করে আঁকার পর যদি সেটা থেকে মুল বিষয়গুলো বুঝে নেয়া যায় তাহলে পরবর্তীতে অন্য কাজে সেগুলি বেশ কাজে দেয়। রেফারেন্স নিয়ে আঁকা আমার কিছু কাজ শেয়ার করি এখানে।
রেফারেন্স দেখে জেশচার, ড্রেস প্যাটার্ন স্টাডি।
রেফারেন্স থেকে লকনেস মনস্টার, লাইটিং, প্যাটার্ন স্টাডি

ফটো রেফারেন্স থেকে ড্রেস প্যাটার্ন, ব্যাগ এর ডিজাইন স্টাডি
জেশচার এবং পোজ স্টাডি

আমার মনে হয় রেফারেন্স দেখে যেটা আঁকা সেটাকে স্টাডি হিসেবে নিয়ে পরবর্তীতে নিজের কাজে সেটা ব্যবহার করতে পারলে এই প্র্যাকটিসটা অনেক কাজে দেয়। তা ছাড়া ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, প্যাটার্ন, ড্রেসাপ ইত্যাদি নানান জিনিসে রেফারেন্স ছাড়া আঁকাটাও কঠিন হয়ে যায়। এগুলির রেফারেন্স থেকে প্র্যাকটিস করলে তারপর আঁকার মধ্যে অনেক নতুন জিনিস এমনিতেই চলে আসে।

1 টি মন্তব্য: