কয়েকদিন আগে বুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এর থেকে এক জুনিয়র নক দিল- ফ্রি আছি কীনা জানার জন্য। কী কারন জানতে চাইল জানাল হৃদয়দের ক্লাব ফেয়ারের সময় একটা পোস্টার ডিজাইন করে দিয়েছিলাম ড্রয়িং দিয়ে-সে রকম একটা করে দিতে পারব কীনা সময় থাকলে।
বুয়েট ছেড়েছি প্রায় ৪ বছর হতে চলল। বুয়েটের দিকে আসা যাওয়ার মাঝে কালে ভদ্রে দু একটা চেনা চেহারা যা চোখে পড়ে তার প্রায় সবাই ই ফটোগ্রাফিক সোসাইটির। নিজের ডিপার্টমেন্টের বেশির ভাগই আজ বুয়েটের বাইরে, স্যারদের কাছেও কোনকালে চেনা মুখ ছিলাম না- তাই বুয়েটে চেনা মুখ আর তেমন কেউ নেই এখন। ক্যামেরা কিনে এককালে ফটোগ্রাফির শখ হয়েছিল তাই বুয়েট ফটোগ্রাফিক সোসাইটিতে কিছুদিন ঘুরা ঘুরি করেছিলাম। সোসাইটি এর কাজে কামে কোন কালে খুব একটা আসিনি। তবে কিছু সিনিয়র জুনিয়র ব্যাচমেট ভাই আপুদের সাথে পরিচয় হয়েছিল এই ফটোগ্রাফিক সোসাইটি এর ফটোওয়াক, এক্সিবিশন এসবের মধ্য দিয়েই। ক্যামেরার অকালমৃত্যুর মধ্যে দিয়ে আমার ফটোগ্রাফি জীবনের সমাপ্তি হয়।
কার্টুন ড্রয়িং এর শুরুর দিকে ২০১৩ এর ক্লাব ফেয়ারের সময় একটা ইলাস্ট্রেশন দিয়ে মেম্বার কল এর পোস্টার ডিজাইন করি বুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এর জন্য। ফেসবুকের এক নক থেকে তাই এক ধাক্কায় অনেকখানি পিছনে ঘুরে আসলাম। কম্পিউটারে ফোল্ডার ঘেটে সেই পোস্টার টাও খুজে দেখলাম। ভাবলাম একে দেখি ৪ বছর পরে কি দাঁড়ায় এখন। সেই ফিরে দেখা নিয়ে এই পোস্ট।
বুয়েট ছেড়েছি প্রায় ৪ বছর হতে চলল। বুয়েটের দিকে আসা যাওয়ার মাঝে কালে ভদ্রে দু একটা চেনা চেহারা যা চোখে পড়ে তার প্রায় সবাই ই ফটোগ্রাফিক সোসাইটির। নিজের ডিপার্টমেন্টের বেশির ভাগই আজ বুয়েটের বাইরে, স্যারদের কাছেও কোনকালে চেনা মুখ ছিলাম না- তাই বুয়েটে চেনা মুখ আর তেমন কেউ নেই এখন। ক্যামেরা কিনে এককালে ফটোগ্রাফির শখ হয়েছিল তাই বুয়েট ফটোগ্রাফিক সোসাইটিতে কিছুদিন ঘুরা ঘুরি করেছিলাম। সোসাইটি এর কাজে কামে কোন কালে খুব একটা আসিনি। তবে কিছু সিনিয়র জুনিয়র ব্যাচমেট ভাই আপুদের সাথে পরিচয় হয়েছিল এই ফটোগ্রাফিক সোসাইটি এর ফটোওয়াক, এক্সিবিশন এসবের মধ্য দিয়েই। ক্যামেরার অকালমৃত্যুর মধ্যে দিয়ে আমার ফটোগ্রাফি জীবনের সমাপ্তি হয়।
কার্টুন ড্রয়িং এর শুরুর দিকে ২০১৩ এর ক্লাব ফেয়ারের সময় একটা ইলাস্ট্রেশন দিয়ে মেম্বার কল এর পোস্টার ডিজাইন করি বুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এর জন্য। ফেসবুকের এক নক থেকে তাই এক ধাক্কায় অনেকখানি পিছনে ঘুরে আসলাম। কম্পিউটারে ফোল্ডার ঘেটে সেই পোস্টার টাও খুজে দেখলাম। ভাবলাম একে দেখি ৪ বছর পরে কি দাঁড়ায় এখন। সেই ফিরে দেখা নিয়ে এই পোস্ট।
২০১৩ তে করা পোস্টার |
২০১৭ তে করা পোস্টার |
ফিরে দেখতে ২০১২ তে আকা একটা ড্রয়িং নিয়ে আবার আঁকা |
RAts... Tomar ei daruuun Improvement er rohosso bolo :D
উত্তরমুছুনহ্যাঁ, এটা কিভাবে হল? কী সফটওয়ার?
উত্তরমুছুন