ডিজনি মুভি ছোটবেলা বড়বেলা সব সময়েই আমার অনেক পছন্দের। মুলান, আনাস্টেশিয়া, লায়ন কিং, টারজান এগুলো দেখে বড় হতে হতে অনেক সময়ই মনে হয়েছে আমাদের এমন কিছু যদি থাকত। সেরকম ভাবতে ভাবতেই নিজের মত করে একটা গল্প দাড় করেছিলাম বেশ আগে। টুকটাক করে স্ক্রিপ্ট ও ভাবা ছিল। পুরো জিনিসটা নিয়ে একটা গ্রাফিক নভেল করার ইচ্ছা কিন্তু নানা অজুহাতে সময় করে উঠতে পারছিলাম না।
নিজের প্রজেক্ট করার সময় অনেক রকম চিন্তা মাথায় আসে। সময়, অর্থ, আদৌ প্রকাশিত হবে কিনা, কোন স্টাইলে করব, আর একটু শিখে নেই-তারপর ভাল ভাবে করা যাবে ইত্যাদি ইত্যাদি। এসব ভাবতে ভাবতে আর কাজটায় হাত ই দেয়া হয় না। পরে এসে রিয়ালাইজেশন হয় এত শত না ভেবে কাজটা শেষ করে ফেললে কাজের ইম্প্রুভমেন্ট হত আর পরের আর একটা কাজ আরো ভাল ভাবে শুরু করা যেতে।
এবার স্ক্রিপ্ট একদম ফাইনাল করে কাজটা ঠিক ঠাক ভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কত দূর আগাতে পারি। একদম ইনিশিয়াল কিছু পেজের থাম্বনেইল আপলোড করে রাখি ব্লগে।
নিজের প্রজেক্ট করার সময় অনেক রকম চিন্তা মাথায় আসে। সময়, অর্থ, আদৌ প্রকাশিত হবে কিনা, কোন স্টাইলে করব, আর একটু শিখে নেই-তারপর ভাল ভাবে করা যাবে ইত্যাদি ইত্যাদি। এসব ভাবতে ভাবতে আর কাজটায় হাত ই দেয়া হয় না। পরে এসে রিয়ালাইজেশন হয় এত শত না ভেবে কাজটা শেষ করে ফেললে কাজের ইম্প্রুভমেন্ট হত আর পরের আর একটা কাজ আরো ভাল ভাবে শুরু করা যেতে।
এবার স্ক্রিপ্ট একদম ফাইনাল করে কাজটা ঠিক ঠাক ভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কত দূর আগাতে পারি। একদম ইনিশিয়াল কিছু পেজের থাম্বনেইল আপলোড করে রাখি ব্লগে।
Thumb এই ডায়ালগ দিয়া ছাইড়া দাও।
উত্তরমুছুনএটার উপরেই ইংকিং হবে ভাই-আর একটা টোন শেড দিতে পারি।
মুছুন