রবিবার, ২২ জুলাই, ২০১৮

সমকাল সাপ্তাহিক কার্টুন

দৈনিক সমকালের প্রতি সপ্তাহের শুক্রবারের জন্য করা সাপ্তাহিক কার্টুনের কিছু কাজ ব্লগে দিয়ে রাখি!










উন্মাদের ৪০

উন্মাদের ৪০ বছরের এক্সিবিশনে ৪০ রকম উন্মাদ নিয়ে করা একটা কাজ।

বাক টু বেসিক




একদম বেসিক শেডিং এর একটা প্রসেস ডেভেলপ করে আউটপুট বের করার চেষ্টা চালাচ্ছিলাম। এখন অনেক কাজেই দেখা যায় পেইন্টিং ব্লেন্ডিং করে ফেলি এবং অনেক ক্ষেত্রেই সেটা স্টাইলের সাথে বেমানান ভাবে। তাই মুটামুটি একটা কুইক প্রসেস বের করতে এই কাজ গুলো করা।

ফ্ল্যাট কালারের উপরে পার্পল মাল্টিপ্লাই এর শেড। আর সফট ব্রাশ দিয়ে শেডের এজ কন্ট্রোল করা-ব্যাক টু বেসিক কালারিং।

ক্যারিকেচার-২৪










অনেক দিন ব্লগে লেখা হয় না ছবিও দেয়া হয়না। ক্যারিকেচার নিয়ে বেশ ঘাটা ঘাটি করছি কিছুদিন। বেশির ভাগ ই সাদাকালোয় ভ্যালু স্টাডি। কালারে গেলে এখনো গোলমাল লেগে যায়।

ফটোশপে একটা চ্যাপ্টা খুব সিম্পল ব্রাশ নিয়ে কাজ গুলো করা। অল্প কিছু ব্রাশে স্টিক করে ফাইনাল আউটপুট আনার চেষ্টা করছি ইদানিং। একই সাথে ক্যারিকেচার ড্রয়িং এ ক্যানভাস ফ্লিপ করা আর ফটোশপের ডিসটর্ট টুলে ব্যবহার শুরু করার চেষ্টা চালাচ্ছি।