অনেক দিন ব্লগে লেখা হয় না ছবিও দেয়া হয়না। ক্যারিকেচার নিয়ে বেশ ঘাটা ঘাটি করছি কিছুদিন। বেশির ভাগ ই সাদাকালোয় ভ্যালু স্টাডি। কালারে গেলে এখনো গোলমাল লেগে যায়।
ফটোশপে একটা চ্যাপ্টা খুব সিম্পল ব্রাশ নিয়ে কাজ গুলো করা। অল্প কিছু ব্রাশে স্টিক করে ফাইনাল আউটপুট আনার চেষ্টা করছি ইদানিং। একই সাথে ক্যারিকেচার ড্রয়িং এ ক্যানভাস ফ্লিপ করা আর ফটোশপের ডিসটর্ট টুলে ব্যবহার শুরু করার চেষ্টা চালাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন