প্রতি মেলায় ইচ্ছা থাকে ছোটদের বই নিয়ে এক্সপেরিমেন্টাল কিছু করার। কিন্তু করতে যেয়ে দেখি শেষ মেষ খুব একটা নতুন ধরনের কাজ করার সাহস করে উঠতে পারি না, বা পারলেও নিজের পছন্দসই হয়না। এবার মেলায় দুটো ছোটদের পিকচার বই এর কাজ করেছিলাম। একটা এসেছে শৈশব প্রকাশনী থেকে- শারমিন শামসের টুলটুল আর ম্যাও ছানাদের গপ্পো। আর দ্বিতীয়টা খুবই স্পেশাল-কারন এটা লিখেছেন মুহাম্মদ জাফর ইকবাল এবং বই এসেছে তাম্রলিপি প্রকাশনী থেকে।
এবার এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম পার্সপেক্টিভ এবং কালার ভ্যারিয়েশান নিয়ে। ডিসটর্টেড পার্স্পেকটিভ এর আইডিয়া নিয়ে কাজ করতে যেয়ে লেজে গোবরে। আর কালার ভ্যারিয়েশনে চেষ্টা করেছিলাম ডিজিটালেই কালার ডায়নামিক্স সহ ব্রাশ ব্যবহার করে একটু স্মাজি কালারের ভাব আনার। সেটাও কিছু জায়গায় বেশি বেশি হয়ে যেয়ে মেখে গেছে কিছুটা। তবে বই এর প্রিন্ট খারাপ আসেনি কোনটার এটাই শান্তনা!
কিছু ছবি ব্লগে দিয়ে রাখি।
কিছু ছবি ব্লগে দিয়ে রাখি।