মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

নিজের কমিক-০৫

অনেক ঝক্কি ঝামেলা শেষে অবশেষে তুফান কমিক এখন বাজারে!  এর মধ্যে নানান কিছুর ভেতর দিয়ে যেতে যেতে ব্লগে কোন আপডেট দেওয়া হয়নি। কমিকের পুরো গল্প একবারে করার প্ল্যান থাকলেও শেষ মেষ সময়  স্বল্পতায় দুই ভাগে করার সিদ্ধান্ত নিলাম। ৬২ পেজ করে মোট ১২৪ পেজে দুই খন্ডে গল্প শেষ করার পরিকল্পনা এখন। প্রথম ৬২ পেজের কাজ সময় মত শেষ করে মেলার প্রথম দিন থেকেই পাঞ্জেরী স্টলে পাওয়া যাচ্ছে তুফান-০১!

গ্রাফিক নভেলের এই কাজে অনেকের কাছে অনেক রকম হেল্প পেয়েছি। কমিকে ফ্ল্যাট কালারে কাজ করেছে মারুফ হাসান, ফাহাদ রহমান, রেহনুমা প্রসূন, রাকিব রাজ্জাক এবং রোমেল বড়ুয়া। কমিকের এডিটিং, টাইটেল ডিজাইন, প্রিন্টিং সব কিছুর দায়িত্ব নিয়েছেন পাঞ্জেরী এর নিলয়দা। কমিকের প্রিন্ট দেখে মন ভাল হয়ে গেছে! কমিকের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন শাহরিয়ার ভাই- কমিকের টাইটেল ও শাহরিয়ার ভাইএর দেয়া। আর সেই সাথে বিভিন্ন সময়ের স্ক্রিপ্ট পড়ে ফিডব্যাক জানিয়েছেন আরো অনেকে! সবাইকে অনেক অনেক ধন্যবাদ।


নিজের স্টাইলে নিজের গল্পে গ্রাফিক নভেল করলাম প্রথম! জানিনা কেমন লাগবে সবার-আমি কাজটা করে বেশ মজা পেয়েছি। আর্ট স্টাইল, স্ক্রিপ্টিং দুই ক্ষেত্রেই অনেক এক্সপেরিমেন্ট আছে, অনেক ভাবনা চিন্তা ছিল-সব কিছু ঠিক ঠাক আনতে পেরেছি কিনা জানিনা। অচিরেই দ্বিতীয় পর্বের কাজে হাত দিব। কমিকটা পড়ে ফিডব্যাক জানালে খুব খুশি হব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন