বুধবার, ২৬ জুন, ২০১৯

নতুন কমিক-ষড়রিপু

নতুন একটা গল্প নিয়ে কমিকের কাজ করছি ইদানিং। গল্পের মূল ভাবনা লেখা ফরহাদ মহসিন এর। সেটার উপরে একটা কমিক ওয়ার্ল্ড তৈরী করে লং একটা স্টোরি বলার ইচ্ছা। বড় গল্প কমিকে বা গ্রাফিক নভেলে কিভাবে বলা যায় এটা নিয়ে ইদানিং ভাবছি। বড় একটা আর্ক সাজিয়ে নিয়েছি। এখন ক্যারেক্টার গুলিকে নিয়ে সেই আর্কের শেষ মাথায় যাবার পথ টা তৈরী করতে করতে গল্প আগানোর প্ল্যান। বড় গল্পে খুব এসেনশিয়াল অনেক ক্যারেক্টার এবং তাদের ছোট ছোট আর্ক এবং ডেভেলপমেন্ট। এই প্রিন্সিপাল টা ম্যাংগা পড়তে পড়তে শেখা। দেখা যাক কতদূর কি অ্যাপ্লাই করতে পারি।

প্রথম কিছু স্ট্রিপের কাজ হয়েছে। সেটা ব্লগে দিয়ে রাখি।










৮টি মন্তব্য:

  1. ভাই ইন্টেরেস্টিং হইসে। দারুণ । ওয়েবকমিক আকারে ছাড়বেন নাকি পাবলিশ হবে?

    উত্তরমুছুন
  2. অ-সাধারণ!
    চমৎকার...
    খুশি লাগে আপনার কাজ দেখলে

    উত্তরমুছুন
  3. ভাল হচ্ছে, একটু তাড়াহুড়া মনে হচ্ছে কিছু জায়গায়, প্যানেলিং ভাল, তবে ড্রয়িং এ কিছু ডিফল্ট ব্রাশের ইউজ চোখে লাগতেছে। চলুক।

    উত্তরমুছুন