সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

২০ এ বিষক্ষয়

২০২০ এসেই পড়ল। আমার প্রায় মরতে বসা ব্লগটাকে একটু বাচিয়ে রাখতে ভাবলাম লেখা লেখি শুরু করা যাক নতুন বছরের বরাতে। ব্লগে এবার ভাবছি প্রতিমাসে টুকটাক কিছু লিখব আমার আর্ট জার্নি নিয়ে। কখন কী ভাবছিলাম, কী স্টাডি করছিলাম এগুলার একটা জার্নাল রাখার মত করে। নতুন বছর, নতুন দশকের শুরুতে নিজের কাজে কিছু পরিবর্তন আনার কথা ভাবছি, নতুন কিছু ঘরানা এক্সপ্লোর করার কথা ভাবছি। সেগুলো লিখেই শুরু করি এই আর্ট জার্নাল।

এ বছরে কী কী কাজের পরিকল্পনা নিয়েছিঃ

০১. একটা আমেরিকান কমিক বুক পাবলিশার ( টাইটান কমিক এর একটা অংগ সংগঠন ) এর সাথে একটা গ্রাফিক নভেলের কালারিং এর কাজ শুরু করতে যাচ্ছি এই মাস থেকে। আর্টস্টেশনে জব পোস্টিং দেখে নক দিয়েছিলাম। স্যাম্পল পেজ, আর্ট পোর্টফোলিও সাবমিট করে শেষ মেষ গত ডিসেম্বরে চুক্তি সাক্ষর করে কাজটা পাই। এই প্রজেক্টটা সারাবছর ব্যাপী ব্যস্ত রাখবে মনে হয়।

০২. অনলাইনে কিছু ফ্রিল্যান্স কাজ কর্ম করে টাকা জমেছিল । সেগুলি জড়ো করে এ বছর একটা অনলাইন কোর্সে রেজিস্টার করলাম। মডার্ন টুডি এনিমেশন ফান্ডামেন্টাল এর কোর্স, cgmastersacademy তে এই জানুয়ারি থেকে আশা করি ক্লাস শুরু হবে। আড়াই মাসের কোর্স ফি ৭৫০ ডলারে বেশ চড়া হলেও ইন্টারেস্টেড হবার কারন ছিল কোর্স ইন্সট্রাক্টর হিসাবে আছে ইউটিউবে প্রিয় চ্যানেল Bamanimation এর Brent Noll। কোর্স টা ভালভাবে করতে পারলে আশা করি টিভি এনিমেশন এবং এডব এনিমেট সম্পর্কে বেশ ভাল একটা আইডিয়া হবে। তার পর এ বছর টা এনিমেশনে বেশ সময় দেবার ইচ্ছে আছে।

০৩. নতুনকরে এক্সপ্লোর করছি ভেক্টর আর্ট। এটার প্রতি ইন্টারেস্ট জন্মাল Affinity designer এই সফটওয়্যার টা ঘাটতে যেয়ে। ভেক্টর ড্রয়িং এডব ইলাস্ট্রেটর এর বাইরে একটা সফটওয়্যার হিসাবে আমার কাছে একটু সহজ মনে হয়েছে। ইলাস্ট্রেটর এ একটা ভীতি থাকার কারনে ভেক্টর টা ঠিক মত শেখা হয়ে উঠেনি। সেটা এবার কাটিয়ে উঠার ইচ্ছা। শেখার পাশা পাশি এ বছর টার্গেট অনলাইনে ভেক্টর আর্ট এবং এসেট এর একটা লাইব্রেরী তৈরী করা।

০৪. আর্ট সাপোর্ট এবং পডকাস্ট সিরিজদুটো ইউ টিউবে কন্টিনিউ করা।

বেশ কিছু বড় বড় প্ল্যান ২০২০ এ। দেখা যাক কত দূর লেগে থাকতে পারি টার্গেটে। এই টার্গেট গুলির পাশা পাশি কমিক আর্ট, ক্যারেকেচার, ক্যারেক্টার ডিজাইন সবই চলবে। তবে কাজের ধরনের পরিবর্তন আনার ইচ্ছে আছে, পার্সোনাল-প্রফেশনাল দু ক্ষেত্রেই।

জানুয়ারি এর কথা এ পর্যন্তই। মাঝে আবার একটা আপডেট দিব আশা করি।

২টি মন্তব্য:

  1. I have a question. Do you do art as your main profession,or is it a hobby? If you do art as a side job(or ever did), thrn how do(did) you find consistent time to improve yourself?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Currently it is my main profession. I have done art as a side job to my profession previously. The key is to draw everyday-regularly. For me it was a must to draw everyday-I feel I am missing something in my day if I dont draw!

      মুছুন