রবিবার, ২১ জুন, ২০২০

বড় ব্রাশ


রিসেন্ট ক্লিপ স্টূডিও স্টাডি-বড় সাইজের ব্রাশ নিয়ে এবং গ্রাডিয়েন্ট টুল দিলে ইনিশিয়াল ফর্ম গুলো ধরে ফেলার প্র্যাকটিস বাড়াতে হবে। আসলে ছোট ডিটেল গুলি অনেক পরে আসে-এবং সব জায়গায় ছোট ডিটেল না দিলে মিনিমাম জায়গায় ছোট ব্রাশের কাজ করলে সেগুলো চোখেও পড়ে বেশি। স্টাডী চলছে-ব্লেন্ডার এ স্কালপটিং এর প্র্যাকটিস টাও বোধ হয় কাজে দিচ্ছে কিছুটা স্টাডি গুলির ক্ষেত্রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন