কমফোর্ট ফুড বলে একটা খাবার আছে- যে খাবার নাকি খেতে হয় অসুস্থ হলে, বাংলায় বলে পথ্য। পাতলা মুরগির স্যুপ, মাগুর মাছের ঝোল, ডাবের পানি- চাইকি হতে পারে বাচ্চা মুরগির মাংস দিয়ে ভাত, শিং মাছের তরকারি, ঢ্যালঢ্যালা খিচুড়ি, বয়াম থেকে ঢেলে চেটে চেটে খাওয়া হরলিক্স-কার জন্য কোনটা কম্ফোর্ট ফুড বলা মুশকিল। প্যারা নাই চিল টাইমে তাই রিলাক্স সাবজেক্টে রিলাক্স ছবি আকা-চাপ নাই, নাই চাপ। পিন্টারেস্ট খুলে আকো যা ইচ্ছা। ড্রয়িং বেস ধরে পুরনো সেই কম্ফোর্ট জোনের গ্রাডিয়েন্ট আর ব্রাশে স্টাডি চালাচ্ছি কয়দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন