প্রথম দিকে যখন আঁকা আঁকি শুরু করি তখন শুরুতেই যে চিন্তাটা মাথায় ঘুরত সেটা ছিল বাইরের আর্টিস্ট দের ছবি যা আমরা দেখি সেগুলো এত সুন্দর হয় সেটার কারন নিশ্চয় তারা ফটোশপে কালার করে বলে। অনেক অনেক অনেক দিন পরে এসে এই ভুল ধারনাটা থেকে বের হয়ে আসতে পারি যে আসলে কালার এর বিষয়টা সেকেন্ডারি, ড্রয়িং যদি ভাল না হয় সেখানে কালার দিয়ে ম্যানেজ করা মুটা মুটি অসম্ভব। এবং আরো একটা ভুল ধারনা ছিল যে গ্রাফিক্স ট্যাব এ ডিজিটাল কালার না করলে বুঝি কালার ভাল হওয়া সম্ভব না। এই ভুল ধারনা থেকে বের হইতে পারি যখন আমার অনেক শখের কেনা একটা জিনিয়াস ট্যাব নষ্ট হয়ে যায় এবং মাউস দিয়ে কালার করতে শুরু করি। যাই হোক ড্রয়িং এর ভুল ভ্রান্তি ই এখনো শিখে উঠতে পারিনি সেখানে কালার আরো দুরের বিষয়। তার পরেও বিভিন্ন সময়ে ডিজিটালি কালার শেখার জন্য অনেক রকম গবেষনা চালিয়েছি, (সকল গবেষনার সাবজেক্ট প্রায় কমন ই ছিল। :P) সেরকম কিছু গবেষনা ভিত্তিক ছবি নিয়ে পোস্ট। :)
এইটা অবশ্য কালার এর কিছু না, সেই ছোটবেলার অনেক অনেক দিন পার হয়ে যাবার পর বড়বেলায় এসে প্রথম পেন্সিল কলম হাতে নেয়া। |
মহা উৎসাহে প্রথম ট্যাব কেনা এবং আবিষ্কার করা যে ট্যাব কিনলেই আপনা থেকে ছবি তৈরী হয়ে যায় না! প্রাথমিক কালারিং এর চেষ্টা-সব কিছু অজানা, আন্দাজে আন্দাজেই দাগা দাগি করা। |
ট্যাব এর অকাল মৃত্যু এবং অকুল পাথারে পড়া হায় হায় আর তো কালার শেখা হল না। :P পরে মেহেদি ভাই এর ব্লগ পড়ে এবার ক্রোকিল পেনে ইংকিং এবং মাউস নিয়ে কালারিং শুরু! |
মাউসে কালারিং চলছে, শিখতেছি কিছু কিছু বিষয় |
স্কেচ বুকের এলিমেন্ট নিয়ে কালার করা প্র্যাকটিস |
বাজারের সব থেকে কম দামী ট্যাব খুজে বের করে খরিদ করন এবং আবার নতুন উদ্যমে আঁকা আঁকি শুরু! |
প্যাট্রিক ব্রাঊন এর টিউটোরিয়াল দেখে ল্যাসো টুল এবং গ্রাডিয়েন্ট ব্যবহার করে ফটোশপে কালার প্র্যাক্টিস |
রেফারেন্স ফটো দেখে দেখে কপি করার প্র্যাক্টিস চলছে। এই ছবি গুলো জিনিয়াস ইজি পেন ট্যাবে আঁকা। এই ট্যাবটা পরে বিক্রি করে দেই। |
সুদূর আমেরিকা হতে ওয়াকম ইন্টুস ৪ আনয়ন এবং মহা উৎসাহে গবেষনা শুরু! আউটলাইন ছাড়া আঁকার চেষ্টা এবং বুঝতে পারা যে সেই পর্যায়ে যেতে দেরী আছে! |
আবার রেফারেন্স ফটো প্র্যাক্টিস। |
সবশেষে একদম টাটকা একটা ছবি। |
ফটোশপে কালার করতে যেয়ে শুরুতে তাল গোল পাকাতাম ব্রাশ সেটিং, লেয়ার, টেক্সচার ব্রাশ ইত্যাদি ইত্যাদি নিয়ে। এত দিন পরে এসে বুঝতে পারলাম এক লেয়ার এক ব্রাশেই আসলে দারুন ছবি করা সম্ভব। এখনো কালারের হারমনি, রিদম ইত্যাদি বিষয়ে পুরাই অজ্ঞ। তাই গবেষনা চলছিল, চলবে!
তোমার কাজ অনেক তাড়াতাড়ি ভালো হয়েছে, তোমার সেন্স ভাল। এখন শুধু দুইটা ব্যাপার বাকী
উত্তরমুছুন১. লুজ ড্রয়িং (টেনশন ছাড়া নিজের জন্যে এঁকে ভরায়ে ফেলা)
২. ফর্ম এর রিদম আনা।
আঁকতে আঁকতে এগুলি আরো ভালো হবে কারণ সেটা যে আসছে না সেটা তুমি বুঝতে পারছো
- চালায়ে যাও।
(উপদেশ- কিছু পুরুষ মানুষও আঁইকো, পুরুষরাও মানুষ)
:) ধন্যবাদ মেহেদি ভাই!
মুছুনমেহেদী ভাই মহাগুরু । রাতুল ভাই, আপনি ছোটগুরু
উত্তরমুছুন