শনিবার, ২৫ মে, ২০১৩

খাতা থেকে-০২


জেশচার ড্রয়িং নিয়ে অনেক দিন গুতা গুতি করার পরে নতুন করে আবার শুরু করতে যাচ্ছি-আজিজ থেকে কেনা ইংক ব্রাশ, কালি এবং নিউজ প্রিন্ট খাতা নিয়ে অভিযান চলবে। এবারের টার্গেট পেনের জেশচার আঁকার অভ্যাস টা একটু সরিয়ে রেখে ব্রাশ দিয়ে খুব সিম্পলি ফর্মটা ধরতে পারা। প্রথম দিনের কাজ কাম পোস্ট করে রাখলাম ব্লগে।
ব্রাশে এঁকে নেবার পর পেন দিয়ে পাশে পাশে আবার ট্রাই করছি ডিফারেন্স টা বুঝার জন্য।
ব্রাশে আঁকলে সুবিধা হচ্ছে পেনে আকার সময় জামার ভাজ হাত পা ইত্যাদি ডিটেলের চিন্তা করা লাগে না-তাড়া তাড়ি এ্যাঙ্গেল এবং গ্যাপ গুলি বুঝা যায়। এখনো বিষয়গুলো ধোঁয়াশা পর্যায়ে আছে, আবার ফিরে আসব আশা করি এই পোস্ট নিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন