অনেক দিন ভাল পাঙ্ক মিউজিকের ক্ষরায় ভুগতেছিলাম-সেই অভাব পুরন হইল Fall Out Boys এর Save Rock and Roll album দ্বারা! Light 'em up, Alone together, Where did the party go, Miss Missing you সব গুলা গান-ই চখাম! ব্যান্ড মেম্বার দের ক্যারিকেচার কাম পোর্ট্রেট পোস্ট-একই সাথে ফিগার, জেশচার, কালার স্টাডি ঝালিয়ে নিলাম-কালার পিকার ছাড়া রঙ করার চেষ্টা করলাম জাস্ট ফটো দেখে দেখে।
একই সাথে পেন্সিল আর ইংক ও দিয়ে রাখলাম। সেইসাথে একটা WIP!
অসাধারণ
উত্তরমুছুন