সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

কার্টুন ফেস্ট ২০১৪


দৃক গ্যালারিতে ১৫-১৬-১৭ এপ্রিল মহা ধুম ধাড়াক্কার মধ্য দিয়ে শেষ হল কার্টুন ফেস্ট ২০১৪। এবার ফেস্টে খুব বেশি সময় দিয়ে পারিনি বিভিন্ন ঝামেলা মিলিয়ে, তার পরেও দারুন উপভোগ করলাম ফেস্ট। আর সেই সাথে ক্যারিকেচার তো ছিলই! সেই লোক জনের লাইন করে দাড়ান, একের পর এক ক্যারিকেচার একে যাওয়া, ক্যারিকেচার দেখে এক এক জনের অভিব্যক্তি-অসাধারন কিছু মুহুর্ত! ক্যারিকেচার আর কার্টুনের কিছু ছবি ব্লগে দিয়ে রাখলাম।

*ফেস্টে বোনাস প্রাপ্তি মেহেদি ভাই এর একটি কার্টুন!









বৈশাখ-১৪২১

পহেলা বৈশাখের আগে আমাদের আকান্তিসে এবার ক্যারেক্টার কনটেস্ট শুরু হল। লক্ষীপ্যাচা ছিল সাবজেক্ট। নতুন শেখা ল্যাসো টুলে আকালাম ক্যারেক্টার। একই সাথে বৈশাখি আর একটা ছবি ল্যাসো টুলেই আকানো। নতুন করে সহজ ফর্মে ভাবা শিখছি!



গোল্লাছুট

প্রথম আলো এর শুক্রবারের সাপ্তাহিক গোল্লাছুটে স্ট্রিপ কমিক করছি জিতু ক্যারেক্টার নিয়ে। :)

 




ফুল-ফল-পশু-পাখি-০১

ক্যারেক্টার ডিজাইন বেশ মজার একটা জিনিস। বাইরের কমিক বই থেকে এনিমেটেড সিরিজ সব কিছুতেই হাজার রকমের ক্যারেক্টার ডিজাইন দেখি। কিন্তু নিজে কিভাবে শুরু করব কুল পাই না। মেহেদি ভাই এর কাছ থেকে কিছু বই পত্রের নাম নিলাম। নীলক্ষেত, নিউমার্কেট ঘুরে কিনলাম IUCN এর টাঙ্গুয়া হাওড়ের উদ্ভিদ বৈচিত্র আর অন্যপ্রকাশ এর বাংলাদেশের বন্যপ্রানী ও পরিবেশ এর উপর দুটো বই।

দেশের পশুপাখি, গাছপালা, ফুল বৈচিত্র ইত্যাদি এর ছবি আমাদের জন্য দেখাটা একেবারেই অত্যাবশ্যক বলা যায়! এর কারনটা হল বাইরের ক্যারেক্টার, এনভায়রন্মেন্ট ইত্যাদি দেখে দেখে কপি করাটা মজার হতে পারে কিন্তু তাতে ইউনিক ডিজাইন পাওয়া সম্ভব না। এর বদলে আমরা যদি নিজেদের বেনেবউ পাখি, মায়া হরিন, ঘড়িয়াল এগুলো দেখে ইন্সপিরেশান খুজি তাহলে অনেক অনেক মাথা খারাপ করা ডিজাইন, কালার কম্পোজিশান পাওয়া সম্ভব (বিশ্বাস করবেন না কলমী শাক এই কি মাথা নষ্ট কালার আর ক্যারেক্টার আছে!)

নিজেদের কালার স্কিম নিয়ে ছবি রেফারেন্স দেখে কিছু স্টাডি ব্লগে পোস্টিয়ে রাখলাম!