সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

ফুল-ফল-পশু-পাখি-০১

ক্যারেক্টার ডিজাইন বেশ মজার একটা জিনিস। বাইরের কমিক বই থেকে এনিমেটেড সিরিজ সব কিছুতেই হাজার রকমের ক্যারেক্টার ডিজাইন দেখি। কিন্তু নিজে কিভাবে শুরু করব কুল পাই না। মেহেদি ভাই এর কাছ থেকে কিছু বই পত্রের নাম নিলাম। নীলক্ষেত, নিউমার্কেট ঘুরে কিনলাম IUCN এর টাঙ্গুয়া হাওড়ের উদ্ভিদ বৈচিত্র আর অন্যপ্রকাশ এর বাংলাদেশের বন্যপ্রানী ও পরিবেশ এর উপর দুটো বই।

দেশের পশুপাখি, গাছপালা, ফুল বৈচিত্র ইত্যাদি এর ছবি আমাদের জন্য দেখাটা একেবারেই অত্যাবশ্যক বলা যায়! এর কারনটা হল বাইরের ক্যারেক্টার, এনভায়রন্মেন্ট ইত্যাদি দেখে দেখে কপি করাটা মজার হতে পারে কিন্তু তাতে ইউনিক ডিজাইন পাওয়া সম্ভব না। এর বদলে আমরা যদি নিজেদের বেনেবউ পাখি, মায়া হরিন, ঘড়িয়াল এগুলো দেখে ইন্সপিরেশান খুজি তাহলে অনেক অনেক মাথা খারাপ করা ডিজাইন, কালার কম্পোজিশান পাওয়া সম্ভব (বিশ্বাস করবেন না কলমী শাক এই কি মাথা নষ্ট কালার আর ক্যারেক্টার আছে!)

নিজেদের কালার স্কিম নিয়ে ছবি রেফারেন্স দেখে কিছু স্টাডি ব্লগে পোস্টিয়ে রাখলাম!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন