সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

কার্টুন ফেস্ট ২০১৪


দৃক গ্যালারিতে ১৫-১৬-১৭ এপ্রিল মহা ধুম ধাড়াক্কার মধ্য দিয়ে শেষ হল কার্টুন ফেস্ট ২০১৪। এবার ফেস্টে খুব বেশি সময় দিয়ে পারিনি বিভিন্ন ঝামেলা মিলিয়ে, তার পরেও দারুন উপভোগ করলাম ফেস্ট। আর সেই সাথে ক্যারিকেচার তো ছিলই! সেই লোক জনের লাইন করে দাড়ান, একের পর এক ক্যারিকেচার একে যাওয়া, ক্যারিকেচার দেখে এক এক জনের অভিব্যক্তি-অসাধারন কিছু মুহুর্ত! ক্যারিকেচার আর কার্টুনের কিছু ছবি ব্লগে দিয়ে রাখলাম।

*ফেস্টে বোনাস প্রাপ্তি মেহেদি ভাই এর একটি কার্টুন!









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন