শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

রস-আলো

রস আলো তে প্রতি সপ্তাহেই টুকটাক ইলাস্ট্রেশান কার্টুন ইত্যাদি করা হয়। বছর প্রায় শেষের দিকে-একটা রিভিউ করতে গেলাম! পুরাতন এবং নতুন কাজের তুলনা আর কি-এটা মাঝে সাঝেই করি নিজের কাজের ভেতর পরিবর্তন আসে কিনে দেখতে। নতুন এক ফ্রেমের কার্টুন ভাবাও শুরু করলাম-ড্রয়িং স্কিলের পাশা পাশি আইডিয়া স্কিল ডেভেলপ করাটাও একটা চ্যালেঞ্জ!

২০১৪ জানুয়রি এর কাজ

২০১৪ অক্টোবারের কাজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন