জল রঙ নিয়ে অনেক আগে থেকেই আগ্রহ। সব সময়ই এই মাধ্যম টাকে এমন একটা কাজ মনে হয়েছে যেটা কোন ভাবেই ডিজিটালে করা সম্ভব না। কিন্তু ডিজিটাল দিয়েই আঁকার শুরু হওয়ায় জলরং এ কখনো হাতেখড়ি হয়নি। ফেসবুকে তাই যখন খোজ পেলাম প্রসূন এবং মানিক দা জলরং এর ওয়ার্কশপ করাবেন সাথে সাথে রেজিস্টার করে ফেললাম। ওয়ার্কশপ চলল এক মাস-স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ, লাইভ স্টাডি, স্টূডিও স্টাডি চলল। তুলি রঙ পানি বিষয়ে বকলম আমি আস্তে আস্তে জলরং ধরতে শুরু করলাম। ওয়ার্কশপ শেষে একদিন আউটডোরে যেয়েও দেখলাম কিভাবে লাইভে দারুন ওয়াটার কালার করে যাচ্ছে সবাই।
তবে ওয়াটার কালারে শেষ কথা হল প্র্যাকটিস। এজন্য টুক টাক কাজ করার চেষ্টা করছি ওয়াটার কালারে প্রতিদিন। এখনো এক্সপেরিমেন্ট চলছে নানান রকমের-রং নিয়ে, কাগজ নিয়ে, পেন্সিল ওয়ার্ক নিয়ে। কিছু ব্লগে দিয়ে রাখি।
তবে ওয়াটার কালারে শেষ কথা হল প্র্যাকটিস। এজন্য টুক টাক কাজ করার চেষ্টা করছি ওয়াটার কালারে প্রতিদিন। এখনো এক্সপেরিমেন্ট চলছে নানান রকমের-রং নিয়ে, কাগজ নিয়ে, পেন্সিল ওয়ার্ক নিয়ে। কিছু ব্লগে দিয়ে রাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন